বাংলাদেশ থেকে প্রথমবারের মতো একটি চ্যারিটেবল সংস্থা হিসেবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আজ মিশরের কায়রোতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু-এর সাথে সাক্ষাৎ করেছে।
তিন ঘণ্টাব্যাপী এই আলোচনায় ফিলিস্তিনি শরনার্থীদের বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়। মিশরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শরনার্থী মিশরে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আহত অবস্থায় কিংবা ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন জীবনযাপন করছেন।
আগামী রবিবার, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবং ফিলিস্তিনি দূতাবাসের সহায়তায় ২০০ ফিলিস্তিনি শরনার্থীকে ১২ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে ইনশাআল্লাহ।
পরবর্তী ধাপে, মিশরে ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তায় ধারাবাহিক কার্যক্রম চালানো হবে। পাশাপাশি গাজা এবং খান ইউনূসের মাজলুমদের সহযোগিতার উদ্যোগও অব্যাহত থাকবে।
মিশরের রেড ক্রিসেন্ট হাসপাতালে যুদ্ধাহতদের চিকিৎসা ও সেবার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে আলহামদুলিল্লাহ, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজই গাজার খান ইউনূস এলাকায় ১০,০০০ ডলার পাঠানো হয়েছে। এই অর্থ দিয়ে বাজার সামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানকার প্রতিনিধিরা এই কার্যক্রমের বিস্তারিত ভিডিও শিগগিরই আমাদের কাছে পাঠাবেন, যা আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
ফিলিস্তিনি শরনার্থীরা চরম সংকটময় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।
মাওলানা হাফেজ্জী হুজুর (রহ.)-এর নামে এবং তার পরিবারের সম্মতিক্রমে নিবন্ধিত একমাত্র চ্যারিটেবল সংস্থা হিসেবে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশের ভেতরে এবং বাইরের অসহায় মানুষদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
সরকারি নিবন্ধন নম্বর: S13879/22
আপনারা আমাদের কার্যক্রমে অংশ নিয়ে মানবতার সেবায় সহায়তা করুন।
For the first time, a Bangladeshi charitable organization, the Hafezzi Charitable Society of Bangladesh, met with the Palestinian Ambassador to Egypt, Mr. Diab Allou, in Cairo.
During a three-hour meeting, the discussion focused on the harsh realities faced by Palestinian refugees and the support they require. According to Egyptian data, approximately 120,000 Palestinian refugees sought refuge in Egypt in October 2023. Many are struggling due to severe injuries or life-threatening illnesses, including cancer.
In collaboration with the Palestinian Embassy, the Hafezzi Charitable Society of Bangladesh plans to provide 200 Palestinian refugees with cash assistance of Tk. 1.2 million next Sunday, InshaAllah.
Further phases of support for Palestinian refugees in Egypt are also planned. Additionally, the organization will continue its ongoing initiatives to assist vulnerable communities in Gaza and Khan Yunis.
The organization has already begun providing services for the war-wounded at the Red Crescent Hospital in Egypt. Alhamdulillah, efforts are being made to ensure these individuals receive the necessary care and support.
Today, $10,000 was sent to the Khan Yunis area of Gaza to facilitate the distribution of essential goods and clean drinking water. Local representatives will soon provide detailed reports and videos of the activities, which will be shared with everyone, InshaAllah.
The Palestinian refugees are enduring highly challenging conditions. We urge everyone to step forward and contribute to this cause to relieve those in need.
The Hafezzi Charitable Society of Bangladesh is the only registered organization operating in the name of Maulana Hafezzi Huzoor (RA), with the full consent of his family. The organization continues its commitment to helping vulnerable communities both within Bangladesh and abroad.
Government Registration Number: S13879/22
We invite you to join our efforts and contribute to making a meaningful impact in the lives of those in need. Together, we can make a difference.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...