ফিলিস্তিনি মাজলুমদের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটিং এর কাজ চলছে মিশরের কায়রো শহরে। অত্যাধুনিক অটোমেটেড ফ্যাক্টরিতে এই প্যাকেটিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ফিলিস্তিনে চলমান সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমাদের লক্ষ্য ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা। প্রতিটি প্যাকেটে থাকছে ১৫টি আইটেম, যার মোট ওজন ২১ কেজি। মিশরে জনসমক্ষে প্রচারণা নিষিদ্ধ থাকায়, সীমিত পরিসরে এই কাজ পরিচালনা করতে হচ্ছে। তবু, ১৫০ থেকে ২০০ পরিবারের জন্য এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
মিশরের কায়রোতে একটি অত্যাধুনিক ফ্যাক্টরিতে এই প্যাকেটিং কার্যক্রম চলছে। প্যাকেটগুলো এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ হয়। প্রতিটি প্যাকেটে থাকছে মোট ১৫টি আইটেম।
আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, ফিলিস্তিনি মাজলুমদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
মিশরে জনসংযোগ ও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা আইনত নিষিদ্ধ। এ কারণে আমাদের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা করতে হচ্ছে। তবে, ছোট আকারে হলেও আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি।
১৫০ থেকে ২০০ পরিবারের জন্য নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য ১০০০ পরিবারের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া।
প্রজেক্ট “ফিলিস্তিনের মিজিলুমদের প্রতি সহায়তা” এর অধীনে আমরা আরও বেশি পরিবারের কাছে খাদ্যদ্রব্যসহ অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। আমরা বিশ্বাস করি, মানুষের দোয়া ও আল্লাহর ইচ্ছায় আমাদের এই উদ্যোগ সফল হবে। আপনারাও আমাদের এই কাজে সহযোগিতা করতে পারেন।
ফিলিস্তিনি মাজলুমদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ। চলমান যুদ্ধ ও সংকটের মধ্যে এই পরিবারগুলো মারাত্মক কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের এই সহায়তা তাদের জীবনে সামান্য হলেও স্বস্তি নিয়ে আসবে।
আপনার সাহায্য ও দোয়া আমাদের এই কার্যক্রম আরও শক্তিশালী করতে পারে। ফিলিস্তিনি মাজলুমদের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটিং এর কাজ চলছে, এবং তা আল্লাহর রহমতে আরও দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ।
The food packet distribution for oppressed Palestinians is in full swing in Cairo, Egypt. The packaging process is being carried out in a modern automated factory. Despite the challenges, our efforts to assist affected families in Palestine remain steadfast.
Our goal is to distribute food supplies to 1,000 families. Each packet contains 15 essential items weighing a total of 21 kilograms. Due to restrictions on public outreach in Egypt, the distribution is being conducted on a small scale, currently reaching 150 to 200 families at a time. However, we are committed to continuing this initiative, Insha’Allah.
The packaging process takes place in a state-of-the-art facility in Cairo. Each food packet is carefully prepared to meet families’ basic needs. The contents include rice, lentils, oil, sugar, salt, and a variety of other essentials—15 items in total.
Our primary aim is to ensure food security for the oppressed Palestinians facing dire circumstances.
Public campaigns and large-scale operations are legally restricted in Egypt. As a result, we operate on a smaller scale. Despite these limitations, food distribution continues uninterrupted for 150 to 200 families on a regular basis.
Our ultimate goal is to expand this effort and aid 1,000 families.
Under the project “Support Palestinian oppressed“, we are working to reach more families with food and other assistance. We believe that with the prayers of people and the will of God, our initiative will be successful. You can also support us in this work.
Distributing food to oppressed Palestinians is more than just charity; it is a lifeline for families struggling in war and crisis. These food packets bring hope and relief to those enduring severe hardship.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...