প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279
স্টাফ করেসপন্ডেন্ট
জমা দিন
হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে।
পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ক সহযোগী পরিচালক মাওলানা ইমরান নাফিসের নেতৃত্বে ছয় সদস্যের এইচসিএসবি দল বুধবার মিশর সফরে যায়। মিশরের শরণার্থী শিবিরে বসবাসরত গাজার ফিলিস্তিনিদের সহায়তা প্রদান।
খান ইউনিস আন্তর্জাতিক সেবা সংস্থার সাথে সমন্বয় করে মিশরে আশ্রয় শিবিরে থাকা ফিলিস্তিনিদের সহায়তা দিচ্ছেন, এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুরো সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন।
Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt.
A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul Islam, vice-president Dr Moshiur Rahman, general secretary Maulana Ibrahim Khalil, Mufti Tawhidul Islam, and associate director of health affairs Maulana Imran Nafis visited Egypt on Wednesday to provide the assistance to Palestinians of Gaza living in refugee camps in Egypt.
Khan Yunis in coordination with international service organisations, is providing assistance to Palestinians who have taken refuge camps in Egypt, said a press release.