বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা চৈক্ষংয়ে পাহাড়ি ম্রো জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’।
সেখানে অবস্থিত এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আস’আদ একাডেমির মাঠে সোমবার অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নারী-শিশু সহ প্রায় ৫০০ পাহাড়ি সুবিধাবঞ্চিত উপজাতি পরিবার ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়েছে।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মাদ রাজ জানান, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন নার্স সহ ১১ জনের একটি টিম ঢাকা থেকে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস সেবা দিয়েছে রোগীদের। হাফেজ্জী চ্যারিটেবল এখন থেকে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর মাঝে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবে বলে জানান তিনি।
ক্যাম্পের ডাক্তার নাজমুস সাকিব (এমবিবিএস) জানান, এর আগে অনেক চিকিৎসা সেবা প্রদান করলেও এবারের মেডিকেল ক্যাম্প ছিলো ভিন্ন। ভিন্ন ভাষা ও সংস্কৃতির এত রোগী দেখার অভিজ্ঞতা সত্যিই আনন্দের। তাকে এমন আয়োজনে সেবার সুযোগ প্রদান করায় তিনি হাফেজ্জী চ্যারিটেবলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে বেশি বেশি এমন আয়োজনের আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মাহমুদুল হাসান নিলয় (এমবিবিএস) ও সাইদুল আলম মালিক (এমবিবিএস), তানভীর আহমাদ (নার্সিং অফিসার, পিজি হসপিটাল)।
সেবা গ্রহীতা চিয়ং মু মিং ম্রো দোভাষীর মাধ্যমে জানান, ৭৮ বছর বয়সে তিনি প্রথমবারের মত এমন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম দেখেছেন।
উল্লেখ্য, রোগীদের সঙ্গে ডাক্তারের কথা বলার সুবিধার্থে স্বেচ্ছাসেবায় ছিলো তিন জন দোভাষী। প্রতিষ্ঠান আস’আদ একাডেমির মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নারী-শিশু সহ প্রায় ৫০০ পাহাড়ি সুবিধাবঞ্চিত উপজাতি পরিবার ফ্রী চিকিৎসা ও ঔষধ পেয়েছে।
পুরো আর্টিকেলটি দেখতে এখানে ক্লিক করুন।
Dhaka’s ‘Hafezzi Charitable Society of Bangladesh’ has organized a free medical camp among the hilly Mro community in Chaikshang, a remote hilly area of Alikadam upazila in Bandarban district.
About 500 hilly underprivileged tribal families, including women and children, received free treatment and medicines in the medical camp held on Monday at the grounds of As’ad Academy, the only educational institution in the area.
The organization’s Director General Muhammad Raj said that a team of 11 people, including three specialist doctors and three nurses, went from Dhaka and provided relentless service to the patients from morning to evening. He said that Hafezzi Charitable will now provide regular medical services to this backward community.
Camp doctor Nazmus Shakib (MBBS) said that although they have provided many medical services before, this medical camp was different. The experience of seeing so many patients of different languages and cultures is truly a joy. He thanked and expressed his gratitude to Hafezzi Charitable for providing him with such an opportunity to serve and called for more such events in the future. Also present were Dr. Mahmudul Hasan Niloy (MBBS) and Saidul Alam Malik (MBBS), Tanvir Ahmad (Nursing Officer, PG Hospital).
Service recipient Chiang Mu Ming Mro said through an interpreter that at the age of 78, he had seen such a free medical camp and medicine distribution program for the first time.
It is worth noting that three interpreters were on duty to facilitate the doctor’s conversation with the patients. About 500 underprivileged hill tribal families, including women and children, received free treatment and medicine in this medical camp held on the grounds of the organization As’ad Academy.
Click here to see the full article.