আমাদের সম্পর্কে - Hafezzi Charitable Society of Bangladesh Hafezzi Charitable Society of Bangladesh
অনুদান দিন

আমাদের সম্পর্কে

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) 

 

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) একটি অরাজনৈতিক, অলাভজনক ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত ‘হাফেজ্জী’ নামে একমাত্র সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর: এস-১৩৮৭৯/২২। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. খেদমতে খালকের দ্বীনি চেতনাকে ধারণ করে ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রথম নাম ছিলো হাফেজ্জী হুজুর রহঃ সেবা সংস্থা। সরকারি নিবন্ধন প্রাপ্তির লক্ষ্যে ২০১৮ সালে এটি হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নামে পুন: প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে রাজধানী ঢাকার মোহাম্মাদপুরে মোহাম্মাদীয়া হাউজিং সোসাইটির ০৬ নং রোডের ৫৭/এ নম্বর বাড়িতে অবস্থিত প্রধান কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে HCSB এর কার্যক্রম।

প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ জনকল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

লক্ষ্য

সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন।


উদ্দেশ্য

  • বেওয়ারিশ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
  • বিশ্ব ইজতেমা সহ প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।
  • এতিমদের স্বাবলম্বী করতে শিক্ষার ব্যবস্থা ও প্রশিক্ষণ প্রদান।
  • মসজিদ, মাদরাসা স্থাপন।
  • বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণ সহায়তা প্রদান
  • গভীর নলকূপ স্থাপন নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা।
  • রমজানে প্রতিদিন অন্তত ৩০০ মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ।
  • ঈদ সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ।
  • কুরবানির গোশত বিতরণ।
  • বস্তি ও ফুটপাতে রান্না করা খাবার বিতরণ।
  • এতিমদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, অটোরিকশা, গবাদিপশু বিতরণ।
  • সেবা, দাওয়াহ ও ইসলাহি মাহফিল আয়োজন।
  • দ্বীনের সঠিক শিক্ষা প্রচারের লক্ষ্যে মাসিক সৃষ্টির সেবা প্রকাশ।
  • মা-বোনদের দ্বীন ও আমল শেখাতে ইবাদা চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
  • নওমুসলিম সেবা কার্যক্রম।
  • হিজড়া জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বীকরণ।
  • সংখ্যালঘু সম্প্রদায়কে সহায়তা প্রদান।
  • নির্বাচন পর্যবেক্ষণ।
  • স্বেচ্ছায় রক্তদান।

 

তহবিল ও আয়ের উৎস

  • স্থায়ী সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
  • প্রতিষ্ঠানের যে কোন প্রকল্প থেকে অর্জিত অর্থ।
  • জনসাধারণ কর্তৃক বিশেষ কোনো খাতে প্রদত্ত অনুদান।
  • সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত, ফিতরা।
  • ইফতার,কুরবানী সহ বিশেষ খাতে উসুলকৃত অর্থ।


ব্যয়ের নীতিমালা

  • দাতাগণ যে খাতের জন্য দান করে থাকেন, সে খাতেই ব্যায় করা হয়। এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হয় না।
  • যাকাত তহবিলে সংগৃহীত অর্থের শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়।
  • প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করা হয়।
  • বছরে একবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা হয়।
  • হিসাব-বিজ্ঞান বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টীমের তত্ত্বাবধানে টিম – HCSB এর সকল আর্থিক কার্যক্রম মনিটরিং করা হয়।

Join Us

প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ জনকল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুদান

তিজারত করি চলো আল্লাহর সাথে
দুনিয়াতে দান করে রাখি কিছু জমা
আখিরাতে সীমাহীন প্রতিদান পাবো
বিচার দিবসে হবে গুনাহের ক্ষমা

সদস্য

মাসিক ও বার্ষিক সদস্য ফি দেয়ার মাধ্যমে আপনিও হতে পারেন আমাদের পরিবারের একজন সদস্য।

স্বেচ্ছাসেবক

সারাদেশের যে কোনো প্রান্ত থেকে স্বেচ্ছাসেবার মাধ্যমে আমাদের সদস্য হয়ে সেবার কাজে শরীক হোন।

আমাদের নিয়ে লেখা হয়েছে

বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর কেন্দ্রীয় অফিস। এ সংস্থার অধীনে […]

আর্টিকেল দেখুন
অসহায় মানুষের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও ইফতারির আয়োজন করে এই সোসাইটি। […]

আর্টিকেল দেখুন
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের বৈঠক

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ জয়েন্ট […]

আর্টিকেল দেখুন
নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন পেল ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই সংস্থাটির মূল […]

আর্টিকেল দেখুন