প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, মুফতী তাওহিদুল ইসলাম, এবং স্বাস্থ্য বিষয়ক সহ পরিচালক মাওলানা ইমরান নাফিস।সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ বলেন, ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বায়ান্ন হাজার মানুষ মিশরে আশ্রয় নিয়েছেন। আমরা এর আগেও সীমিত পরিসরে তাদের জরুরি সহায়তা দিয়েছি।
নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমাদের এই সহায়তা নতুন নয়। ইতোমধ্যেই আমরা মিশরের ‘রেট ক্রিসেন্ট হাসপাতাল’ এবং ‘মাহাদ নাসির হাসপাতালে’ পঞ্চাশ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছি। এবার আরেকটু বিস্তৃত পরিসরে সহায়তা দিতে মিশর সফরে এসেছি। এই সফরে আমরা নগদ অর্থ বিতরণের পাশাপাশি ফিলিস্তিনের দুইশ পরিবারকে সাড়ে উনিশ লাখ টাকার সহায়তা প্রদান করছি। পাশাপাশি আহত ও রোগীদের পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা, আল আজহারের ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র বিমোচনে আড়াই লাখ টাকার সহায়তা দিচ্ছি। এছাড়াও খান ইউনিসে বিশ লাখ টাকার এবং মিশরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার ও পানি বিতরণ করছি এবং পাঁচ লাখ টাকা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ করছি আলহামদুলিল্লাহ।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (টিম এইচ সি এস বি) সরকারি নিবন্ধনভুক্ত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সেবা সংস্থা। দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।
পুরো সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন।
Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis.
A six-member team of the organization arrived in Egypt on November 19. The team includes the organization’s director Naw Muslim Muhammad Raj, executive director Professor Amirul Islam, vice-president Dr. Mashiur Rahman, general secretary Maulana Ibrahim Khalil, Mufti Tauhidul Islam, and associate director for health Maulana Imran Nafis. The organization’s director Naw Muslim Muhammad Raj said that fifty-two thousand people have taken refuge in Egypt since the war in Palestine began. We have provided them with emergency aid on a limited scale before.
Executive director Professor Amirul Islam said that our aid is not new. We have already provided medical assistance to fifty patients at the ‘Rat Crescent Hospital’ and ‘Mahad Nasir Hospital’ in Egypt. This time, we have come to Egypt to provide assistance on a wider scale. In addition to distributing cash, we are providing assistance of 19.5 million taka to 200 families in Palestine during this visit. In addition, we are providing medical assistance of 500,000 taka to the injured and sick, 300,000 taka to Palestinian students of Al-Azhar, and 250,000 taka to alleviate poverty. We are also distributing food and water worth 200,000 taka to Khan Yunis and 500,000 taka to the refugee camps in Egypt, and distributing winter clothes at a cost of 500,000 taka, Alhamdulillah. Hafezzi Charitable Society of Bangladesh (Team HCSB) is a government-registered non-profit and non-political service organization. It is run under the supervision of the country’s top scholars.
To view full news article, click here.