আলহামদুলিল্লাহ, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দেশব্যাপী বহুমাত্রিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা নও মুসলিম ভাইদের জন্য নও মুসলিম কল্যাণ কর্মসূচি নামে একটি প্রকল্প হাতে নিয়েছি যারা কালেমার আমন্ত্রণ গ্রহণ করেছে।
এর মাধ্যমে যেসব নও-মুসলিম ভাই তাদের পরিবার-পরিজন ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন তাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।
একজন মানুষ যখন অন্য ধর্ম ত্যাগ করে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নেয়, তখন তাকে পরিবার ও সমাজ থেকে নতুন জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এমতাবস্থায় পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে নতুন জীবনে মানিয়ে নেওয়া এবং সুন্দর জীবন যাপনের মতো বড় চ্যালেঞ্জ গ্রহণ করা কঠিন। এমন নওমুসলিম ভাইদের জীবনকে সুন্দর ও সহজ করার জন্যই এই আয়োজন।
বলা হয় স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সুখের মূল।
সচেতনতার অভাব, দূষিত আবহাওয়া, অনিরাপদ খাদ্য গ্রহণ সহ বিভিন্ন কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ অনেক জটিল ও চ্যালেঞ্জিং রোগে আক্রান্ত। যারা বিত্তশালী এবং সক্ষম তারা বিদেশে উপযুক্ত চিকিৎসা নিতে পারেন। আর টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ মানুষ। তাদের মধ্যে সবচেয়ে অবহেলিত ও অবহেলিত নও-মুসলিম সম্প্রদায়।
পরিবার ও সমাজের সমর্থনের অভাবে অনেক নও-মুসলিম নর-নারী অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়।
এই পরিস্থিতিতে নও মুসলিম মুহাম্মদ রাজ এবং টিম এইচসিএসবি তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা পরিষেবার অধিকার নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। “নতুন মুসলমানদের জন্য স্বাস্থ্যসেবা” এর অধীনে এই সংস্থাটি নও মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের রোগীদের ব্যয়বহুল চিকিৎসা সেবা প্রদান করে। ফলে বাংলাদেশের হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ প্রত্যাবর্তিত মুসলমানদের স্বাবলম্বী করতে এবং তাদের জীবনকে সংগঠিত করতে একটি মহৎ উদ্যোগ নিয়েছে। “নও মুসলিমদের স্বাবলম্বী করণ” এর অধীনে সংগঠনটি নতুন মুসলমানদের গবাদি পশু, সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা দিয়ে সহায়তা করে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সহযোগিতায় অনেক অভাবী মানুষের জীবন বদলে গেছে। এই সংগঠনটি মুসলিম ও অমুসলিমদের নিঃশর্ত সেবা প্রদান করে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে সংগঠনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে মানবতার এক অভূতপূর্ব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এর খ্যাতি এবং খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
ইসলাম গ্রহণের পর ইসলামী বিধি-বিধান, সভ্যতা, সংস্কৃতি ও শিষ্টাচার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা যেমন অপরিহার্য, তেমনি তাদের অধিকারও।
এইচসিএসবি তাদের শিক্ষার অপরিহার্য অধিকার নিশ্চিত করার জন্য বাস্তব পদক্ষেপ নিয়েছে। “নও মুসলিমদের জন্য শিক্ষা সহায়তা” প্রকল্পের আওতায় সংগঠনটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মক্তব, মসজিদ এবং ছোট-বড় স্কুল প্রতিষ্ঠা শুরু করেছে। এসব প্রতিষ্ঠানে দরিদ্র, দরিদ্র ও নও-মুসলিম ও তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। এটি শীঘ্রই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও সভ্যতার আলো ছড়িয়ে দেবে, মানুষের জীবনমান উন্নত করবে।
উন্নয়ন ও আধুনিকতার এই যুগেও প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ পানির অভাবে ভুগছেন। অর্থের অভাবে তারা প্রয়োজন মতো নলকূপ বসাতে পারছেন না। বাড়ি থেকে পানি আনতে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।
প্রত্যন্ত অঞ্চলের নব্য মুসলমানরাও এ সমস্যায় পড়ছেন। ইসলামে ধর্মান্তরিত হওয়ার পর বাস্তুচ্যুত হয়ে তারা অন্যান্য জটিলতার পাশাপাশি তীব্র পানি সংকটে ভুগছিল।
এমন পরিস্থিতিতে, এইচসিএসবি প্রত্যন্ত অঞ্চলের নব্য-মুসলিম এবং দরিদ্র মানুষের মধ্যে নলকূপ বিতরণের উদ্যোগ নিয়েছে। সংস্থাটি “নও মুসলিমদের জন্য নলকূপ স্থাপন” প্রকল্পের আওতায় বহু দিন ধরে নলকূপ বিতরণ করছে। মুসলিম ও অমুসলিমদের মধ্যেও এই কার্যক্রম চলছে। প্রত্যন্ত অঞ্চলের মুসলিম ও অমুসলিমদের অনেক পরিবার স্বস্তি পেয়েছে।
আপনিও যদি এসব ভালো কাজে আমাদের সাথে অংশীদার হতে চান তবে আমাদের প্রকল্পে দান করুন এবং আল্লাহর অসীম রহমত লাভ করুন।
Great news about the New Muslim Welfare Program! The Hafezzi Charitable Society of Bangladesh is doing some amazing work all across the country. They’ve started a project called the New Muslim Welfare Program for our new Muslim brothers who have embraced Islam.
The director of our organization, Muhammad Raj, is a new Muslim, and we have closely observed his struggles. This experience has given us a deep understanding of the challenges faced by those who are returning to Islam. When someone transitions to Islam, they face tons of challenges from family and society. It’s tough to adapt to a whole new way of life. That’s where this program in to make things easier for these new Muslim brothers.
Taking care of your health super important. Many in Bangladesh struggle with illnesses due to various reasons like lack of awareness or pollution. The Hafezzi Charitable Society is making sure that both Muslims and non-Muslims get the medical help they need.
Helping our reverted Muslims become self-reliant is a big focus. They’re providing support like cattle, sewing machines, and financial assistance to make their lives better.
Learning more about Islamic rules and culture is crucial after converting to Islam. HCSB is setting up schools and mosques in remote areas to spread knowledge and improve lives.
Water is essential for everyone, right? Many people in remote areas don’t have access to clean water, so HCSB is distributing tube wells to those in need, Muslims, and New Muslims alike.
If you’re interested in supporting this great cause, consider donating to their project and receive blessings from Allah. Let’s all come together and make a difference!
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...