সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা বড় নির্দয়ভাবে ভুলেই গেছি ফিলিস্তিনের নির্যাতিত মানুষগুলোর কথা। মনুষ্যত্ববোধ কিংবা ঈমানী দায়িত্ববোধ থেকে তাদের প্রতি আমাদের যে বিশাল কর্তব্য, তা পালন করছি না একদমই।
অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের সহায়তা পৌঁছাতে, টিম HCSB এখন মিশরে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা বিমানবন্দরে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
মিশরে পৌছানোর পরের দিনেই আমরা মিশরের রেড ক্রিসেন্ট হসপিটালের অসুস্থ শরণার্থীদের সাথে দেখা করি এবং তাদের কাছে আর্থিক সাহায্য পোউছে দেই। এসময় আমাদের মিশরের রেড ক্রিসেন্ট হসপিটালের পাবলিক রিলেশন এন্ড এডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব মঞ্জির আহমাদ স্যারের সাথে সৌজন্য সাক্ষাত হয়। সাক্ষাতের সময় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রতি আহমাদ মঞ্জুর স্যার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং গুরুতপূর্ণ উপদেশ প্রদান করেন।
এর পড়ের দিন অর্থাৎ ২১/১১/২৪ ইং তারিখে আমরা মিশর কায়রোতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু স্যারের সাথে দেখা করি। স্যার আমাদের শরণার্থী শিবিরে আশ্রিত এবং গাজা ও খান ইউনুসে অবস্থানরত মজলুমদের বর্তমান অবস্থা বর্ণনা করেন। আমরা স্যারকে আমাদের সাধ্যমত সাহায্য-সহযোগিতা আশ্বাস প্রদান করি।
ফিলিস্তিনি মাজলুমদের নিয়ে মিশরের আমাদের কার্যক্রমের বিস্তারিত কারগুজারি শুনেন মিশরের বাংলাদেশের রাষ্ট্রদূত জনাবা শামিমা নাজ। তিনি আমাদের মিশরে সেবা কার্যক্রমে সব রকমের সহযোগিতা সহ এই মহতি কার্যক্রমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সামনের ফিলিস্তিনিদের নিয়ে প্রোগ্রামগুলোর মধ্যে শত ব্যস্ততার মধ্যেও থাকার ইচ্ছা প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ।
ফিলিস্তিনের ভাইবোনদের জন্য আমাদের খাদ্য সামগ্র প্যাকেটিং এর কাজ চলছে মিশর কায়রোতে অটোমেটেড ফেক্টরিতে। মিশরে জনসংযোগ করা নিষিদ্ধ, তাই ছোট পরিসরে ১৫০/২০০ পরিবারের মাঝে ১৫ আইটেমের ২১কেজি ওজনের এই খাদ্য সামগ্রী বিতরণ ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমরা নিয়ত করেছি ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ।
ফিলিস্তিনের দক্ষিণ গাজা ভূখণ্ডের খান ইউনূসের শরনার্থী শিবিরে তৃতীয় দফায় আমাদের পানির ট্যাংকার ঢুকেছে। এখন পর্যন্ত ৩০ হাজার লিটার পানি আমরা সেখানে প্রবেশ করিয়েছি আলহামদুলিল্লাহ। আগামী ৩ মাসে আল্লাহ চাইলে ১ কোটি টাকার পানি, রান্না করা খাবার বিতরণ সহ বাজার সামগ্রী আমরা গাজা ভূখন্ডে প্রবেশ করাবো।
1) ফিলিস্তিনের প্রতিটি পরিবারকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা।
2) হাসপাতালে থাকা যুদ্ধাহত প্রতিটি ফিলিস্তিনি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া।
3) আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান।
4) দারিদ্র্য দূরীকরণ এবং ফিলিস্তিনি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উচ্চ মানের সেলাই মেশিনের ব্যবস্থা।
5) খান ইউনুস, ফিলিস্তিন পরিবারগুলিকে এক মাসের জন্য খাবার এবং পানীয় সরবরাহ করা।
6) ফিলিস্তিনি পরিবারগুলিতে দৈনিক খাদ্য সামগ্রী বিতরণ।
7) ফিলিস্তিনি এবং মিশরীয় পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ।
উপরোক্ত কর্মসূচিগুলো বাস্তবায়নে আমরা সকলের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
এই কাজগুলো সম্পন্ন করতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানকার চ্যারিটেবল ট্রাস্ট আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করছে, আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের অন্যতম জাতীয় নিউজ পোর্টাল ঢাকা মেইল, জাগো নিউজ ও আওয়ার ইসলাম আমাদের মিশর সফরের ফিলিস্তিনি কার্যক্রমের বিস্তারিত নিয়ে ২২ নভেম্বর ২০২৪ এ নিউজ করেছে আলহামদুলিল্লাহ।
আমাদের সমস্ত কার্যক্রম দেশের শীর্ষ হক্কানী উলামায়ে কেরামের নিবিড় তত্বাবধানে ও পরামর্শে পরিচালিত হয়। আমাদের অভিভাবক ও উপদেষ্টা পরিষদে আছেন তিনজন মহান মুরুব্বি আলেম— হাফেজ্জী হুজুর রহ. এর সাহেবজাদা মাওলানা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী, ঢালকানগরের হযরত আরেফবিল্লাহ মুফতি জাফর আহমদ ও বেফাক মহাসচিব শাইখুল হাদীস মুফতি মাহফুজুল হক সাহেব দা.বা.!!
বাংলাদেশ সরকার নিবন্ধিত মাওলানা হাফেজ্জী হুজুর রহ. এর নামে ও তাঁর পরিবারের সম্মতিক্রমে বাংলাদেশে আমরাই একমাত্র সেবা সংস্থা।
সরকারি নিবন্ধন নং- S13879/22
এই মহতী কার্যক্রমে আপনি আপনার তাওফিক অনুযায়ী শরীক হতে পারবেন ইনশাআল্লাহ।
বিকাশ, নগদ, রকেট (পার্সোনাল)
01727-216100
01406-970907
Bank Details:- A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/c No: 405711100000762
Branch:Dhaka north, shahjalal islami bank Tower
Routing No: 190260871
রেফারেন্স কোড-gaz24 লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। what’s app এ যোগাযোগের মাধ্যমে বা সরাসরি অফিসে এসে মানি রিসিপ্ট সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
যেকোন প্রকার যোগাযোগ ও what’s app
What’s app- 01406-970907
Hafezzi Charitable Society Of Bangladesh
(Team HCSB)
গভঃ রেজিষ্ট্রেশন নং- S13879/22
Website- www.hcsb.org.bd
অফিস ঠিকানাঃ ৫৭/এ, রোড নং ৬, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা!
Finally, ending much speculation and reaching out to the oppressed Palestinians, Team HCSB is now in Egypt. We were warmly welcomed at the airport by our brothers from Al-Azhar University in Egypt.
The next day after reaching Egypt, we met the sick refugees at the Egyptian Red Crescent Hospital and provided them with financial assistance. During this time, we had a courtesy call on Mr. Manjir Ahmad Sir, Public Relations and Administrative Officer of the Egyptian Red Crescent Hospital. During the meeting, Ahmad Manzeer Sir expressed his gratitude to the Hafezji Charitable Society of Bangladesh and gave important advice.
On the following day, i.e. on 21/11/24, we met with Mr. Diab Allu Sir, the Palestinian Ambassador to Cairo, Egypt. Sir described the current situation of the oppressed people sheltering in our refugee camps and staying in Gaza and Khan Yunis. We assured Sir of our best possible help and cooperation.
The Ambassador of Bangladesh to Egypt, Ms. Shamima Naz, listened to the details of our activities in Egypt for the oppressed Palestinians. She expressed her desire to cooperate with us in all aspects of our service activities in Egypt and to be present in our upcoming programs for the Palestinians, even in the midst of our busy schedules, in order to achieve the pleasure of Allah in this great activity, Alhamdulillah.
Our food packaging work is underway for our brothers and sisters in Palestine in an automated factory in Cairo, Egypt. Public relations are prohibited in Egypt, so we will continue to distribute this food distribution of 15 items weighing 21 kg among 150/200 families on a small scale, InshaAllah.
We have decided to distribute food to 1000 families, InshaAllah.
Our water tankers have entered the Khan Yunis refugee camp in southern Gaza Strip, Palestine for the third time. So far, we have entered 30,000 liters of water there, Alhamdulillah. In the next 3 months, God willing, we will enter 10 million taka worth of water, cooked food distribution and market items into the Gaza Strip.
1) Financial assistance to 200 Palestinian families per family.
2) Financial assistance to war injured families staying in hospital.
3) Cash payments to 50 Palestinian students studying at Al Azhar University.
4) Provision of 8/10 sewing machines of high quality to alleviate poverty and create employment opportunities for Palestinian citizens.
5) Providing food and drink for a month to 1000 families in Khan Yunus, Palestine.
6) Daily food items distribution to Palestinian 200 households.
7) Distribution of winter clothes to Palestinian and Egyptian 150 families.
To complete these tasks, the students of Al Azhar University and the Azhar’s charitable trust there are helping us as volunteers, Alhamdulillah.
Alhamdulillah, Dhaka Mail, Jago News and Our Islam one of the national news portals of Bangladesh, reported on the details of our Egypt tour’s financial activities on November 22, 2024.
All our activities are conducted under the close supervision and advice of the top Haqqani Ulama of the country. In our guardian and advisory council there are three great murubbi scholars – Respected son of Hafezzi Huzur Rah. Shah Ataullah Hafezzi, Hazrat Arefbillah Mufti Zafar Ahmad of Dhalkanagar and Secretary General of BEFAK Shaikhul Hadith Mufti Mahfuzul Haque Sahib Da.Ba.
We are the only service organization in Bangladesh registered by the Government of Bangladesh in the name of Maulana Hafezzi Huzur Rah and with the consent of his family.
Government Registration No- S13879/22
You can participate in this noble cause according to your means. Your contributions can make a significant difference in the lives of the oppressed in Palestine.
Bkash,Nagad,Rocket (Personal)
01727-216100
01406-970907
Account Name: Hafezzi Charitable Society Of Bangladesh
Bank: Shahjalal Islami Bank
Account No: 405711100000762
Branch: Dhaka North, Shahjalal Islami Bank Tower
Routing No: 190260871
Click here to donate directly through Our Website.
Join us in our mission to provide aid for the oppressed in Palestine. Together, we can make a difference.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...