“হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ” বাংলাদেশের একটি জাতীয় সেবা সংস্থা। সরকারী নিবন্ধনভূক্ত এই সংস্থাটি আর্ত মানবতার মহান সেবক ও আধ্যাত্মিক রাহবার হজরত হাফেজ্জী হুজুর রহ. এর নামে গড়ে ওঠেছে। সংস্থাটির উপদেষ্টা পরিষদে আছেন ঢালকানগরের পীর আরেফ বিল্লাহ মুফতি জাফর আহমদ এবং বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক দা. বা. সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম। শীর্ষ আলেমগণের নিবিড় তত্ত্বাবধানে নিঃস্বার্থভাবে আর্ত মানবতার সেবা করে যাওয়াই এ সংস্থার একমাত্র লক্ষ্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর অসহায় মানুষের জন্যই হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। দেশের আদর্শবান, নিষ্ঠাবান ও হাই প্রোফাইলের ব্যক্তিবর্গ এই সংস্থার কর্মী এবং সদস্য
মানবতার দুঃখ-কষ্টের কোনো শেষ নেই। সেই তুলনায় আমাদের কাজ সীমিত হলেও, আলহামদুলিল্লাহ, আপনার সহযোগিতায় তা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে।
এই কার্যক্রমগুলোকে আরও বিস্তৃত করতে, আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে—আমাদের প্রয়োজন নির্ভরযোগ্য কিছু সহযোদ্ধার। তাই বদরের ৩১৩ সাহাবীর (রাঃ) আত্মত্যাগ ও দৃঢ়তার অনুপ্রেরণায় আমরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির জন্য ৩১৩ জন দাতা সদস্য আহ্বান করছি।
প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা (সর্বোচ্চ ২,০০০ টাকা) দিয়ে আপনি হতে পারেন আমাদের এই মহৎ অভিযাত্রার অংশ। আপনার এই সামান্য অবদান হতে পারে কারও মুখে হাসি ফোটানোর কারণ, হতে পারে কারও জীবনে আশার আলো।
হাফেজ্জী চ্যারিটেবলের কার্যক্রম শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; বরং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে এর সেবা ও সহায়তা। সংস্থাটি কুড়িয়েছে জাতীয় ও আন্তর্জাতিক বহু এ্যাওয়ার্ড।
আমাদের সম্মানিত দাতাগণের কষ্টার্জিত অর্থ আমরা সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধের সাথে বিভিন্ন জনকল্যাণমূলক খাতে ব্যয় করে থাকি, যেখানে প্রতিটি টাকাই কোনো না কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।
আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য ও মানবিকভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো “প্রজেক্ট: গাজা”।
এই প্রকল্পের মাধ্যমে আমরা জীবন ঝুঁকি নিয়ে গাজার অভ্যন্তরে রান্না করা খাবার, পেকেটজাত খাবার, পানি বিতরণ করছি অনাহারক্লিষ্ট ভাই-বোনদের মাঝে, সাথে মাথা গোজার ঠাই হিসেবে তাবু স্থাপন করছি। এবং একি সাথে ধ্বংসপ্রাপ্ত মসজিদ মাদ্রাসাগুলোও পূণনির্মাণ করছি।
তাছাড়া “প্রজেক্ট: জান্নাতের খোঁজে” এর আওতায় অসহায় রোগীদের জরুরি ও ব্যয়বহুল চিকিৎসা সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ও মেজর অপারেশন বাস্তবায়ন করা হচ্ছে।
এখন পর্যন্ত ২০০ জনের বেশি রোগীর মেজর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় কোটি টাকার চিকিৎসাসেবা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
যাঁরা আমাদের সংস্থার সদস্য হন, তাঁদের আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করি। সেখানে নিয়মিত যোগাযোগ রাখা হয় এবং সংস্থার সব আপডেট জানিয়ে দেওয়া হয়।
আমাদের যেকোনো মিটিং বা আলোচনা সভায় সদস্যদের আমন্ত্রণ জানানো হয়, যেন তাঁরা সরাসরি মতামত ও পরামর্শ দিতে পারেন।
আমরা বিশ্বাস করি, আপনার মতো সদস্যরাই আমাদের প্রেরণা এবং শক্তি। তাই আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য গর্বের বিষয়।
হে প্রিয় ভাই ও বোন! আমাদের সংস্থার প্রতিটি কাজই সদকায়ে জারিয়া। মৃত্যুর পরও কবরে শুয়ে থেকেও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
সদকায়ে জারিয়ার আমল ছাড়া দুনিয়ার কোনো কিছুই পরকালে আমাদের কাজে আসবে না। আপনি যে শ্রেণীপেশার মানুষ-ই হোন, যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আমাদের সদস্য ফরম পূরণ করে প্রতি মাসে অন্তত এক হাজার টাকা দিয়ে পরকালীন জীবনে অনন্ত কালের জন্য বিনিয়োগ করতে পারেন। আপনার একার পক্ষে হয়তো এতোগুলো কাজ করা সম্ভব নয়, কিন্তু আপনি সদস্য হয়ে খুব সহজেই আমাদের সমস্ত কাজের সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ।
Hafezzi Charitable Society of Bangladesh is a nationally registered humanitarian organization named after the great spiritual leader and servant of humanity, Hazrat Hafezzi Huzur (R). Guided by some of the country’s most respected Islamic scholars—including Pir Aref Billah Mufti Zafar Ahmad of Dhalkanagar and Wifaq Board’s Secretary General Mawlana Mahfuzul Haque (DB), our organization works tirelessly to serve humanity, regardless of religion, caste, or background. Many idealistic and high-profile individuals across Bangladesh proudly serve as our members and volunteers.
The suffering of humanity is endless. While our resources are limited, with your support, our efforts have already crossed borders and reached people in need far beyond Bangladesh.
To expand this work and reach even more helpless lives, we are seeking 313 committed donor members, inspired by the sacrifice and courage of the 313 companions of Badr (RA).
You can become part of this noble mission by contributing just BDT 1,000 per month (or up to 2,000 max). Even a small amount from you can bring light to someone’s darkness and hope to someone’s heart.
Our work isn’t limited to Bangladesh. Alhamdulillah, Hafezzi Charitable Society has earned both national and international recognition for its humanitarian services abroad.
We use our donors’ hard-earned money with honesty, transparency, and accountability, each taka helping bring a smile to someone’s face.
Those who join as members are added to our WhatsApp group, where they receive regular updates and can directly stay in touch with us.
All members are invited to attend our meetings and discussions, where their voices and ideas are always welcome.
Dear brothers and sisters, every single project of this organization is an ongoing charity (Sadaqah Jariyah). Even after death, the rewards will continue, In shaa Allah.
Nothing from this world will help us in the next life except for acts of Sadaqah Jariyah. No matter who you are or where you are, you can fill out the membership form and donate just BDT 1,000/month to invest in your eternal life.
You may not be able to do all of this on your own, but by becoming a member, you will share in the rewards of every act of good we do, In shaa Allah.
প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279 স্টাফ করেসপন্ডেন্ট জমা দিন হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে। পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল... Published : Wednesday, 27 November, 2024 at 12:00 AM Count : 279 Staff Correspondent Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt. A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul...
প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম... The national service organization ‘Hafezzi Charitable Society of Bangladesh’ (TeamHCSB) has stood by Palestine with an assistance of about 10 million taka. A six-member team of the organization visited Egypt on November 19. The team includes the director of the organization, Nawmuslim Muhammad Raj, executive director, Professor Amirul Islam, vice...
স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। এই প্রথম বাংলাদেশের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করল। সংগঠনটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহযোগী... Voluntary organisation Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) stands by Palestinean people with the support of about taka 1crore. This is the first time that an organization from Bangladesh has officially supported Palestine. A six member’s team of the organization led by its director Naumuslim Muhammad Raj, executive director Prof....
প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ,... Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis. A six-member team of the organization arrived in Egypt on November 19....