প্রথমে আমরা আমাদের সংস্থার মুরব্বী, অভিভাবক, পরামর্শদাতা এবং দিক নির্দেশকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাফেজ্জী হুজুর রহ. এর একমাত্র জীবিত সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব, ঢালকানগর হযরত মুফতী জাফর আহমাদ সাহেব এবং বেফাক মহাসচিব শাইখুল হাদিস মুফতী মাহফুজুল হক সাহেবের অবদান ভোলার নয় যারা প্রতিনিয়ত তাদের মূল্যবান সময়ের মধ্যেও আমাদের দিক্ নির্দেশনা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ।
|
মাজলুম ফিলিস্তিনিদের সহযোগিতা করে আন্তর্জাতিক পর্যায়ে একটি মাইলফলক অর্জন করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
-ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক হাফিঃ
|
আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি যে হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, এই কার্যক্রমগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে, অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই কার্যক্রমগুলো করে যাচ্ছে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একজন অভিভাবক হিসেবেও আমি তাদের এস্কল কাজে সন্তুষ্টি এবং খুশি প্রকাশ করছি এবং মোবারকবাদ জানাচ্ছি।
– ইবনে শাইখুল হাদীস আল্লামা মাহফুজুল হক হাফিঃ
|
তাদের ফিলিস্তিনি ভাইদের নিয়ে কার্যক্রম দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলআমিন আমাদেরকেও তাদের মতো গাজার মানুষদের পাশে দাড়ানোর তৌফিক দান করুণ। -পীর সাহেব চরমুনাই মুফতী সৈয়দ রেজাউল করীম হাফিঃ
‘টিম হাফেজ্জী’, অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, ডাক্তার, মাওলানা, মুফতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাংবাদিক,ব্যবসায়ী ও তরুনদের নিয়ে গঠিত, আলহামদুলিল্লাহ। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত সেবা সংস্থা ও জনমানুষের বিশ্বস্ত।
এখানে অন্যান্য সেবা সংস্থার মতন কমিটি ও কার্যনির্বাহী কমিটি বা দায়িত্ববান কেউ কোন বেতন গ্রহণ করে না, সবাই সেচ্ছাসেবী হিসেবে দীর্ঘদিন এই সংস্থার সাথে যুক্ত আলহামদুলিল্লাহ।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির একটি টিম ফিলিস্তিনি শরণার্থী শিবির ও গাজার অভ্যন্তরে চলমান কার্যক্রম তদারকি করতে মিশরে যায়। সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু, বাংলাদেশের রাষ্ট্রদূত জনাবা সামিনা নাজ, রেড ক্রিসেন্ট হসপিটালের কর্মকর্তা জনাব আহমাদ মঞ্জুরসহ অনেকে আমাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং দিকনির্দেশনা দেন।
মিশর সরকারের তথ্যমতে, রাফা বর্ডার দিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার শরণার্থী প্রবেশ করেন। এর মধ্যে হাজারো পরিবারকে ফিলিস্তিনি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রায় ১ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়।
এছাড়া আল-তাতাদা, ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এবং ওলামায়ে কেরামের সহযোগিতায় গাজার ভেতরে স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যারিটি ট্রাস্টের সাথেও একযোগে কাজ শুরু হয়। আমাদের টিম যুদ্ধ চলাকালেও নিয়মিত সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আবারও টিম হাফেজ্জী মিশর সফর করে। ৯ মার্চ ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু নিজ দপ্তরে আমন্ত্রণ জানান এবং এক ঘণ্টার বৈঠকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সফরে শরণার্থী শিবিরগুলো ঘুরে দেখা হয় এবং কয়েকটি পরিবারকে লক্ষাধিক টাকার সাহায্য প্রদান করা হয়। এই সফর আমাদের জরুরি গাজা সহায়তা প্রকল্পের পরবর্তী পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়।
গাজাবাসির টানে তৃতীয়বারের মতো টিম হাফেজ্জী মিশরে পৌঁছায়। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্ররা উষ্ণ অভ্যর্থনা জানায়।
এ সফরের উদ্দেশ্যসমূহ ছিল—
গাজার অসহায় মানুষদের খেদমতে নতুন অধ্যায়ের সূচনা করা।
মিশরে অবস্থানরত শরণার্থী ও আহতদের সেবা প্রদান।
রাফা বর্ডার দিয়ে আগত ৪৫০+ এতিম ও শরণার্থী শিশুদের জন্য প্রতিষ্ঠিত আল-মাজদ একাডেমি পরিদর্শন।
এই সফরে নেতৃত্ব দেন মুফতি মাহফুজুল হক হাফি (বেফাক মহাসচিব ও সভাপতি, HCSB)। তার সঙ্গে ছিলেন—
মুফতি রেজাউল করিম আবরার হাফি
অধ্যাপক আমিরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি)
মুহাম্মদ রাজ (মহাপরিচালক)
মাওলানা মুহসিন বিন মুঈন (সহসভাপতি)
বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইদ্রিস চাচা
|
আল্লাহর অশেষ কৃপায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গাজায় মসজিদ এবং মাদ্রাসার পুননির্মাণ কার্যক্রম শুরু হয়েছে,আলহামদুলিল্লাহ।
গাজার সুপ্রসিদ্ধ বিদ্যাপীঠ মাদরাসাতু উমর ইবনুল খাত্তাব রা. এবং তার পাশেই শোভা পেতো একটি দৃষ্টিনন্দন মসজিদ। যা এখন পোড়া কয়লা ছাড়া কিছুই না। এই মাদ্রাসা এবং মসজিদটি পুননির্মাণ শুরু করার মাধ্যমেই তারা তাদের এই মসজিদ পুননির্মাণ কার্যক্রম শুরু করেছে। তাদের যৌথ উদ্দ্যোগে গাজার প্রতিটা মসজিদ আবার ইবাদাতের উপযোগী হয়ে উঠবে ইনশাআল্লাহ।
|
প্রথমবার মিশরে পৌছানোর পরের দিনেই আমরা মিশরের রেড ক্রিসেন্ট হসপিটালের অসুস্থ শরণার্থীদের সাথে দেখা করি। হাজার হাজার যোদ্ধাহত, স্বজনহারা মজলুম সেখানে মানবেতর জীবন যাপন করছে। আমরা তাদের কাছে আর্থিক সাহায্য পৌছে দেই। এসময় আমাদের মিশরের রেড ক্রিসেন্ট হসপিটালের পাবলিক রিলেশন এন্ড এডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব মঞ্জির আহমাদ স্যার হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুরুতপূর্ণ উপদেশ প্রদান করেন।
প্রথমবার মিশরে পৌছানোর দ্বিতীয় দিনেই আমরা একটি অত্যাধুনিক অটোমেটেড ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্যাকিং এর কাজ সম্পন্ন করেছি। যার প্রতিটি প্যাকেটে ছিলো ১৫টি আইটেম, যার মোট ওজন ২১ কেজি। মিশরে জনসমক্ষে প্রচারণা নিষিদ্ধ, তবু, ১৫০ তই পরিবারের মাঝে আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছি আলহামদুলিল্লাহ।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ মিশরে আশ্রয় নেওয়া গাজার শিশুদের জন্য আবারও চালু করেছে, অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া আল মাজিদ মডেল একাডেমি। এখানে বর্তমানে প্রায় ৫০০ শিশু পড়াশোনা করছে।
কী কী করা হয়েছে:
✔ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—তিন স্তরের ক্লাস চালু
✔ একটি বড় ভবন ভাড়া নিয়ে শিক্ষার পরিবেশ তৈরি
✔ ফিলিস্তিনি সিলেবাস বজায় রাখা, যাতে তারা নিজেদের ইতিহাসের সঙ্গে যুক্ত থাকে
✔ ইসলামী স্টাডিজ ও দ্বীনি শিক্ষায় বিশেষ গুরুত্ব
✔ শিক্ষক বেতন, শিশুদের টিফিন, পাঠ্যপুস্তক ও ভবন ভাড়ার খরচ নিয়মিত বহন করা
ফলাফল
এতিম ও অসহায় শিশুদের চোখে নতুন করে ফিরেছে আশা ও আত্মবিশ্বাস। বৈষম্যহীন পরিবেশে তারা শিক্ষা ও আদর্শের আলোয় বেড়ে উঠছে।
|
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে প্রথম কোনো সংস্থা হিসেবে G★za স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতি নিয়ে বর্তমানে গাজার ৬টি হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
আর্থিক সহায়তা প্রদান
শিশু খাদ্য, দুধ ও জরুরি খাদ্য বিতরণ
আহত ও অসুস্থদের চিকিৎসা সহযোগিতা
মুজাম্মাউশ শিফা আত-তিব্বি হাসপাতাল, শারে আল ওয়াহদাহ, পশ্চিম গাজা
রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, আন-নসর, উত্তর গাজা
আস-সাদিকাউল মারিদ হাসপাতাল, আস-সারায়া, দক্ষিণ রিমাল, মধ্য গাজা
শুহাদাউল আকসা হাসপাতাল, মধ্য গাজা
আন-নাসের হাসপাতাল, দক্ষিণ গাজা
শুহাদাউ দেইর আল বালাহ স্বাস্থ্যকেন্দ্র, দেইর আল বালাহ
এছাড়াও, মিশরে অবস্থিত ফিলিস্তিনী শরণার্থী শিবিরের আহত ব্যক্তিদের, মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি গাজার রোগীদের প্রতিও আমাদের নিয়মিত চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে, আলহামদুলিল্লাহ।
|
অন্যান্য সংকটের পাশাপাশি গাজায় বিশুদ্ধ পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। মানুষের জীবন ধারনে অক্সিজেনের পর সব চেয়ে জরুরী হচ্ছে পানি। তাই গাজার অভ্যন্তরে সাহায্য পৌছানোর ক্ষেত্রে সর্বপ্রথম পানিকেই প্রাধান্য দিয়েছি। তারই ধারাবাহিকতায় গাজার খান ইউনুস, দেইর আল বালাহতে এই পর্যন্ত পাচ দফায় মোট ২ লক্ষ ৯০ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে। এবং এটি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
|
আমাদের টিম হাফেজ্জীর ফিলিস্তিনি ভাইয়েরা জীবনের ঝুকি গাজার অভ্যন্তরে টিম হাফেজ্জীর অস্থায়ী রান্না ঘরে খাবার রান্না করছে এবং তা বিতরণ করছে গাজার অনাহারী ভাই-বোনদের মাঝে। এই খাবার খেয়ে তারা কতটা খুশি হচ্ছে তা বলে বুঝানো সম্ভব না। আপনারা ইতিমধ্যেই জানেন গাজায় খাদ্য সংকটের কারণে খাদ্যদ্রব্যের মূল্য কি পরিমানে বেড়েছে।
আলহামদুলিল্লাহ এর পরেও আমরা চেষ্টা করছি গাজাবাসিদের জন্য যথাসাধ্য করতে। গাজাবাসীরা সাধারণত যে ধরনের খাবার খায় আমরা সাধ্যের মধ্যে তেমন খাবারই তাদের খাওয়াতে চেষ্টা করছি। সেই সাথে চেষ্টা করছি একেক দিন একেক রকম খাবার দিয়ে আমিষ, ভিটামিন, মিনারেলসহ সকল ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত করতে।
|
|
বিশেষজ্ঞদের মতে গাজার বাসিন্দাদের মধ্যে ভিটামিন ঘটতি মারাত্মক আকার ধারণ করেছে। যার ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ঘটতিজনিত রোগের দেখা মিলছে। গাজার ভাইবোনদের এই ভিটামিন চাহিদা পূরণে টিম হাফেজ্জীর সামান্য এই উদ্যোগ। প্রথমদিনেই ৮৭ টি তাবুতে ৬৯৬ জন সদস্যকে ৫ কেজি সবজি প্যাকেজ বিতরণ করা হয়েছে। এখন থেকে পানি, রান্না করা খাবারের পাকশাপাশি সবজি প্যাকেজ বিতরণও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
|
গাজার খান ইউনুসে টিম হাফেজ্জীর পক্ষে থেকে সংস্কার করা মসজিদ গুলো থেকে গাজার ছোট ছোট বাচ্চাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত প্রায় $২০০০ ডলারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।
|
আপনাদের কষ্টার্জিত অনুদানে ইফতার করছে গাজার মজলুম ভাই বোনেরা। আপনাদের হয়ে রমজানে গাজার বিভিন্ন অঞ্চলে প্রতিদিন গড়ে ১,২০০ হতে ১,৫০০ জনকে ইফতার বিতরণ করেছে টিম হাফেজ্জী। পুরো রমজানে প্রায় ৩৯,৮১০ জনের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। প্রতি পেকেজে ৮ থেকে ১০ আইটেমের খাবার রাখার চেষ্টা করছি, গাজায় খাদ্যদ্রব্যের চড়া দামের কারণে প্রতিদিন গড়ে ব্যয় হচ্ছে ২০০ থেকে ২১০ ডলার। আপনাদের দোয়া ও সহযোগীতা একান্ত কাম্য।
|
ঈদের দিন আমরা গা জায় গাজার ৩টি স্পট মিলিয়ে ৮৯৭টি পরিবারের মাঝে ভালোবাসা বিতরণ সম্পন্ন করতে সক্ষম হয়েছি! শিশুদের পোশাক, খাদ্য, চকলেট ও খেলনা সামগ্রী বিতরণ করেছি। তাঁবুগুলোতে খাদ্য ও নিত্যপণ্য বিভিন্ন আইটেমের সামগ্রী বিতরণ করেছি। তাদের একেকজনের একটুখানি হাসি আমাদের কাছে পুরো পৃথিবীর চেয়েও সুখকর অনুভূত হয়েছে। আমাদের বৃহৎ কার্যক্রমের খণ্ডচিত্র প্রদর্শিত হয়েছে এই ডকুমেন্টারিতে।
|
ধ্বংসলীলা চলছে, প্রতি মুহূর্তে যখন লাশের সারি আর স্তূপ পড়ে থাকে, তখনও আশ্রয়হীন নিষ্পাপ শিশুদের এবং অসহায় পরিবারগুলোর একটু আশ্রয় দেবার লক্ষ্যে গাজাতে ‘টিম হাফেজ্জী’ তাঁবু নির্মাণ করছে। প্রথম ধাপে গাজার মাজলুম ৫০০ পরিবারের মাথা গোঁজার জন্য আমরা ৬৫টি তাবু নির্মাণের মাধ্যমে তৈরী করেছি “হাফেজ্জী ক্যাম্প”। ইনশাআল্লাহ গাজার প্রতিটা বাস্তুচ্যুত মানুষকে মাথা গোজার ঠাই করে দিতে টিম হাফেজ্জী বধ্য পরিকর।
|
বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি, মিশরের আল আযহার বিশ্ববিদ্যালইয়ের চ্যারিটেবল ট্রাস্ট ও মিশরে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত, গাজায় আমাদের কার্যক্রম দেখে আমাদেরকে প্রশংসা পত্র। বাংলাদেশি একটা সেবা সংস্থা হিসেবে এটি আমাদের জন্য অনেক বড়ো পাওয়া আলহামদুলিল্লাহ।
no images were found
আমরা অন্যান্য সংগঠনের মত গাজায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে আপনাদের অনুদান পৌঁছে দিয়ে তাদের শুধু মাত্র মানি রিসিপ্ট কপি সংগ্রহ করে পেইজে পোষ্ট দিতে চাই না! আমরা আমাদের ডোনারদের অর্থের সম্পূর্ন ব্যবহার নিজেদের তদারকির মাধ্যমে নিজেদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেখানকার কাজের সম্পূ্র্ন তথ্য সহ দেখতে বিশ্বাসী আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের সেবামূলক কার্যক্রমের অডিট রিপোর্ট আমাদের আইনি পরামর্শদাতা সুপ্রীম কোর্ট আইনজীবী জনাব নাজমুস সাদাত স্যারের পরামর্শে এবং বাংলাদেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
জনাব মুহাম্মদ তারেক আব্দুল্লাহ(এনরোলমেন্টনং-১৭০১,ডিভিসি-২৪০৮১৪১১৭০১এসঅ৩৫২৫৪৫) স্যারের সহযোগিতায় ডিভিসি, বা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড সিস্টেমের মাধ্যমে করে থাকি আলহামদুলিল্লাহ।
এছাড়াও গাজা প্রজেক্ট ছাড়া আমাদের অন্যান্য সেবামূলক কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ।
ইতিমধ্যে দেশের প্রথম সাড়ীর জাতীয় পত্রিকা Daily Sun, Observer, New Nation,.Bangladesh Pratidin, Noya Diganta, Dhaka Mail, Jago News, Asia Bani, Somoy TV, Our Islam আমাদের গাজা কার্যক্রম নিয়ে একের পর এক নিউজ করেছে, আলহামদুলিল্লাহ।
সেইসব নিউজ লিংক আপনাদের সামনে তুলে ধরলাম:-
দেশের অন্যতম জাতীয় পত্রিকাগুলোতে আমাদের গাজার কার্যক্রম নিয়ে নিউজ!!
ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেকোন পেমেন্ট সিস্টেম থেকে আপনি চাইলে ফিলিস্তিনি ভাই ও বোনেদের জন্য সহযোগিতা পাঠাতে পারেন।
ডনেশান পাঠাতে এখানে ক্লিক করুন।
ঢাকার মুহাম্মদপুর অফিসে এসে সরাসরি দিতে পারেন!
০১৯১৯-৮৮৯২৯৪ (বিকাশ পেমেন্ট- মার্চেন্ট একাউন্ট)
০১৭২৭-২১৬১০০ (বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি)
০১৬০১-৬১১১৫১ (বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি)
০১৪০৬-৯৭০৯০৭ (বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি)
০১৮৩৪-৮৩৭৪১২(বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি)
(what’s app এ যোগাযোগের মাধ্যমে বা অফিসে এসে রিসিপ্ট কপি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ।)
রেফারেন্স কোড-gaza লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। what’s app এ যোগাযোগের মাধ্যমে বা সরাসরি অফিসে এসে মানি রিসিপ্ট সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
জাকাতের জন্য রেফারেন্সে- zakat and gaza
লিখে পাঠাবেন ইনশাআল্লাহ।
Bank Details:- A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/c No: 405711100000762
Branch:Dhaka north, shahjalal islami bank Tower
Routing No: 190260871
যেকোন প্রয়োজনে ফোন অথবা What’s app- 01406-970907/01601-611151
Team Hafezzi
Hafezzi Charitable Society Of Bangladesh (HCSB)
গভঃ রেজিষ্ট্রেশন নং- S13879/22
Website- www.hcsb.org.bd
অফিস ঠিকানাঃ ৫৭/এ, রোড নং ৬, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
First and foremost, we extend our heartfelt gratitude to the mentors and advisors who have been our guiding light. A special thanks to Hafezzi Huzoor (RA)’s esteemed son-in-law, Maulana Ataullah Hafezzi Sahib; Dhalkanagar’s respected Hazrat Mufti Zafar Ahmad Sahib; and Befaq Secretary General Shaikhul Hadith Mufti Mahfuzul Haque Sahib. Their wisdom and support continue to inspire us, Alhamdulillah.
|
Hafezzi Charitable Society achieves a milestone at the international level by supporting the oppressed Palestinians
-Ibn Shaykhul Hadith Allama Mamunul Haq Hafi.
|
We can say with great confidence that Hafezzi Charitable Society of Bangladesh is carrying out these activities with great transparency and cleanliness. As a guardian of Hafezzi Charitable Society of Bangladesh, I also express my satisfaction and happiness with their school work and congratulate them.
–Ibn Shaykhul Hadith Allama Mahfuzul Haque Hafi.
|
I am very happy to see their activities with their Palestinian brothers. May Allah Almighty grant us the ability to stand by the people of Gaza like them. -Pir Sahib Charmunai Mufti Syed Rezaul Karim Hafeez
Team Hafezzi is a diverse group of volunteers comprising professors, lecturers, doctors, Maulanas, Muftis, lawyers, journalists, businessmen, and passionate youth. Operating under the Hafezzi Charitable Society of Bangladesh, a government-registered organization, we are driven by trust and dedication.
Unlike many organizations, none of our committee members or executives receive salaries. Every member serves voluntarily, driven by the sole purpose of helping others, Alhamdulillah.
A delegation of Hafezzi Charitable Society (HCSB) traveled to Egypt to oversee activities inside Gaza and visit Palestinian refugee camps. Meetings were held with Palestinian Ambassador Diab Allouh, Bangladeshi Ambassador Samina Naz, and Red Crescent Hospital’s PR & Administrative Officer Ahmad Manzoor, who highly appreciated our work and shared valuable guidance.
According to Egyptian government sources, about 120,000 refugees entered through the Rafah border. With the support of both the Palestinian and Bangladeshi embassies, HCSB provided humanitarian aid worth over 10 million BDT (approx. 1 crore taka) to thousands of families.
Additionally, with the cooperation of scholars, Palestinian brother Al-Tatada, and the World One Ummah Foundation, volunteer teams were formed inside Gaza to carry out relief operations. Partnerships were also established with Al-Azhar University Charity Trust. Our Palestinian brothers, wearing HCSB uniforms and carrying our banners, continue to serve courageously despite the ongoing war.
On March 9, the Palestinian Ambassador to Egypt, Diab Allouh, warmly welcomed Team Hafezzi at his office and held a one-hour meeting. He assured full cooperation in all humanitarian activities, like an elder brother supporting our mission.
During this visit, refugee camps were inspected, and financial assistance worth hundreds of thousands of taka was provided to several families. This journey also helped HCSB finalize plans for the next phase of the Emergency Gaza Aid Project.
For the third time, driven by the plight of Gazans, Team Hafezzi visited Egypt. The Bangladeshi students of the world-renowned Al-Azhar University received the delegation with immense love.
The main objectives of this visit were:
To initiate a new chapter of service for the oppressed people of Gaza.
To provide humanitarian assistance to Palestinian refugees and injured brothers and sisters in Egypt.
To visit Al-Majd Academy, established for more than 450 orphans and refugee children arriving through the Rafah border.
This delegation was led by Mufti Mahfuzul Haque (Hafizahullah), Secretary General of BEFAQ and President of HCSB. Other members included:
Mufti Rezaul Karim Abrar Hafizahullah (Islamic scholar & researcher)
Professor Amirul Islam (Senior Vice President)
Muhammad Raj (Director General)
Maulana Muhsin bin Muin (Vice President)
Renowned businessman Idris Chacha
By the grace of Allah, the joint initiative of Hafezzi Charitable Society of Bangladesh and World One Ummah Foundation has started the reconstruction of mosques and madrasas in Gaza, Alhamdulillah.
The famous school of Gaza is Madrasatu Umar Ibnul Khattab RA. And next to it, a beautiful mosque used to be beautiful. Which is now nothing but burnt coal. By starting the reconstruction of this madrasa and mosque, they have started their mosque reconstruction program. With their joint initiative, every mosque in Gaza will become suitable for worship again, Insha Allah.
|
With over 120,000 Gazan refugees seeking shelter in Egypt, we took swift action. Collaborating with the Ambassadors of Palestine and Bangladesh in Egypt, we provided aid worth over 10 million BDT to thousands of families, Alhamdulillah.
We partnered with scholars and Palestinian leaders, forming a dedicated volunteer team in Gaza’s Khan Yunis and Deir al-Balah. These brave individuals carry out relief efforts despite constant dangers, Alhamdulillah.
At the Egyptian Red Crescent Hospital, we provided financial aid to war victims, orphans, and refugees. Thousands are enduring inhumane conditions, and we remain committed to their care.
In a state-of-the-art facility, we packed and distributed food packages (each weighing 21 kg) containing 15 essential items to 150 refugee families in Egypt. Despite restrictions on public campaigning, we ensured these supplies reached those in need.
Alhamdulillah, Hafezzi Charitable Society of Bangladesh has become the first Bangladeshi organization officially permitted by the G★za Ministry of Health to provide medical support across 6 hospitals in Gaza.
Financial assistance
Distribution of baby food, milk & emergency supplies
Medical support for the wounded and patients
Mujammaush Shifa At-Tibbi, West Gaza
Rantisi Specialized Children’s Hospital, North Gaza
As-Sadiq Al-Marid Hospital, Central Gaza
Shuhada Al-Aqsa Hospital, Central Gaza
An-Nasser Hospital, South Gaza
Shuhada Deir Al-Balah Health Center, Deir Al-Balah
We are also extending support to Palestinian refugees in Egypt, including patients admitted to the Egyptian Red Crescent Hospital and other medical facilities, Alhamdulillah.
|
Recognizing the severe water shortage in Gaza, we prioritized providing clean water. To date, 2,90,000 liters of water have been distributed across five phases in Khan Yunis and Deir al-Balah, and we will continue until the situation stabilizes, InshAllah.
|
Our team—Hafezzi’s Palestinian brothers—are risking their lives to cook meals inside Gaza. They are preparing food in Hafezzi’s temporary kitchen and distributing it among the hungry brothers and sisters of Gaza. It’s hard to express in words how happy they are after receiving and eating this food. As you already know, due to the severe food crisis in Gaza, the price of food items has increased drastically.
Alhamdulillah, even in such tough conditions, we are trying our best to support the people of Gaza. We are making an effort to provide them with the kind of food they usually eat. Within our capacity, we are also trying to offer different meals on different days to ensure a balance of protein, vitamins, minerals, and all other essential nutrients.
|
|
According to experts, vitamin deficiency has become serious among the residents of Gaza. As a result, various types of vitamin deficiency-related diseases are being seen. This is a worthy initiative of Team Hafezzi to meet the vitamin needs of the brothers and sisters in Gaza. On the first day, 5 kg vegetable packages were distributed to 696 members in 87 tents. From now on, the distribution of vegetable packages will continue along with water, cooked food, InshaAllah.
|
Hafezzi Charitable Society of Bangladesh has reopened Al Majid Model Academy in Egypt, a madrasa that was once closed due to financial constraints. Today, around 500 children from Gaza, who took refuge in Egypt during 2023–25, are studying here.
Key Initiatives:
✔ Classes launched at primary, secondary, and higher secondary levels
✔ A large building rented to ensure a proper learning environment
✔ Palestinian syllabus maintained to keep students connected to their history and homeland
✔ Special focus on Islamic Studies and religious education
✔ Regular coverage of teachers’ salaries, children’s meals, textbooks, and building rent
Outcome:
The eyes of these orphaned and vulnerable children now shine again with hope and confidence. In a discrimination-free environment, they are growing up in the light of education and values.
|
Alhamdulillah, winter clothes are being distributed to the small children of Gaza from the mosques renovated by Team Hafezji in Khan Yunus, Gaza. So far, about $2000 worth of winter clothes have been distributed. InshaAllah, the winter clothes distribution program will continue along with our other activities.
|
Your hard-earned donations are helping the oppressed brothers and sisters of Gaza break their fast. On your behalf, Team Hafezzi has distributed iftar to an average of 1,200 to 1,500 people every day in different parts of Gaza during Ramadan. Iftar has been distributed to approximately 39,810 people throughout Ramadan. We are trying to put 8 to 10 items of food in each package, as the average cost of food in Gaza is $200 to $210 per day due to the high price of food. Your prayers and support are greatly appreciated.
|
On Eid, we were able to distribute love to 897 families in 3 spots in Gaza! We distributed children’s clothes, food, chocolates and toys. We distributed food and various daily necessities in the tents. A little smile from each of them felt happier than the whole world to us. A fragment of our large program is shown in this documentary.
|
Destruction continues — every moment, when rows and piles of bodies lie scattered, Team Hafezzi is building tents in Gaza to provide shelter for innocent homeless children and helpless families.
In the first phase, we have established “Hafezzi Camp” by constructing 65 tents to give shelter to 500 oppressed families in Gaza.
InshaAllah, Team Hafezzi is determined to ensure that every displaced person in Gaza finds a place to rest their head.
|
At Hafezzi Charitable Society, every donation is used with utmost care and accountability. Unlike others, we ensure that funds are directly utilized under our supervision.
All activities undergo strict audits with the DVC (Document Verification Code) System, overseen by Supreme Court lawyer Mr. Nazmus Sadat and chartered accountant Mr. Muhammad Tarek Abdullah (Enrollment No.-1701, DVC-24081411701SO352545), Alhamdulillah.
Achievements
The world-renowned international organization Red Crescent Society, the Charitable Trust of Al-Azhar University in Egypt, and the Palestinian Ambassador to Egypt have all given us letters of appreciation for our activities in Gaza. As a Bangladeshi service organization, this is a great achievement for us, Alhamdulillah.
Prominent media outlets, including Daily Sun, Observer, Noya Diganta, Somoy TV, and others, have featured our Gaza relief activities. You can read more about our work through the links below:
Bangladesh Pratidin
Somoy News
Daily Inqilab
Daily Naya Diganta
The Daily Sun
Jago News
Dhaka Mail
The Daily New Nation
Bangladesh Protidin 2
Daily Asia Bani
The Daily Ovserber
Daily Bangladesher Alo
How You Can Help
Your generous donations make all this possible. Here’s how you can contribute:
You can send support for your Palestinian brothers and sisters through any payment system through the website’s payment gateway.
Click here to send a donation.
Direct Visit: Come to our Muhammadpur office in Dhaka.
01919-889294 (Bikash Payment- Merchant Account)
01727-216100 (BKash, Nagad, Rocket Send Money)
01601-611151 (BKash, Nagad, Rocket Send Money)
01406-970907 (BKash, Nagad, Rocket Send Money)
01834-837412 (BKash, Nagad, Rocket Send Money)
For Zakat, include “Zakat and Gaza” as the reference.
Bank Transfer:
A/C Name: Hafezzi Charitable Society of Bangladesh
Bank: Shahjalal Islami Bank
A/C No: 405711100000762
Branch: Dhaka North
Routing No: 190260871
Contact Us
Feel free to reach out for more details:
WhatsApp/Call: 01406-970907 / 01601-611151
Let’s continue this journey of hope and compassion together.
Alhamdulillah, may our efforts bring relief to those in need.
Hafezzi Charitable Society of Bangladesh (HCSB)
Govt. Registration No: S13879/22
57/A, Road No. 6, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279 স্টাফ করেসপন্ডেন্ট জমা দিন হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে। পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল... Published : Wednesday, 27 November, 2024 at 12:00 AM Count : 279 Staff Correspondent Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt. A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul...
প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম... The national service organization ‘Hafezzi Charitable Society of Bangladesh’ (TeamHCSB) has stood by Palestine with an assistance of about 10 million taka. A six-member team of the organization visited Egypt on November 19. The team includes the director of the organization, Nawmuslim Muhammad Raj, executive director, Professor Amirul Islam, vice...
স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। এই প্রথম বাংলাদেশের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করল। সংগঠনটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহযোগী... Voluntary organisation Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) stands by Palestinean people with the support of about taka 1crore. This is the first time that an organization from Bangladesh has officially supported Palestine. A six member’s team of the organization led by its director Naumuslim Muhammad Raj, executive director Prof....
প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ,... Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis. A six-member team of the organization arrived in Egypt on November 19....