ফেনী এবং আশে পাশের জেলার মানুষদের কাছে এবারের বন্যা যেমন আকস্মিক ঠিক তেমনই অকল্পনীয়। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ প্রায় ১১ টি জেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে।
অনেক জায়গায় ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে, বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কও নেই।
গতকাল ২৪ শে আগস্ট পর্যন্ত মোট ১৮ জন মানুষ মারা গেছে এবং পানি বন্দী হয়ে আছে ১০ লক্ষ ৪৭ হাজার ২৯ টি পরিবার। এছাড়াও বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের সংখ্যাও প্রায় ১৫ লাখ।
এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী। এখানকার প্রায় ৮০ শতাংশ মানুষ এখনো পানি বন্দি হয়ে আছে। এসব পানি বন্দি মানুষেরা খাদ্য, সুপেয় পানি অভাবে দূর্বিষহ অবস্থায় সময় পার করছে। অনেকে গুরুতর অসুস্থ, কিন্তু চিকিৎসা না পাওয়ার কারণে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বন্যা শুরুর বেশ কয়েকদিন হয়ে গেলেও এখনো সেখানকার পানি বিপদ সিমার নিচে নামেনি।
এমতাবস্থায় বরারবরের মতো এবারো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বানভাসি মানুষদের সাহায্যে নিজেদের অকাতরে বিলিয়ে দিচ্ছি। চারজন বিশেষজ্ঞ ডাক্তার সহ সেচ্ছাসেবকদের বিশাল একটা টিম গতো ২৩ তারিখ খুব ভোরেই সেখানে চলে গিয়েছে। সেখানে তারা গত তিনদিনে প্রায় ৫০০০ বন্যার্তদের চাল, ডাল তেল, মুড়ি, খই, গুড়, চিরা, চিনি, মোমবাতি, লাইটার, নেপকিন ও ঔষধপত্র বিতরণ করেছে। সেইসাথে চলেছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা।
টানা ৩ দিন বন্যার্তদের সেবায় ত্রাণ বিতরনের পর গতকাল রাতে আবারো ঢাকা থেকে বাজার সম্পন্ন করে, ট্রাক ভর্তি মালামাল নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেছে। আপাতত ত্রাণ প্রদান শেষ হলে এবং পানি কমলে তারা ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামত বা নির্মাণ কাজে সহায়তা শুরু করবেন। আপনারাও বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।
যেহেতু আমরা সবাই সেখানে গিয়ে বন্যার্তদের সাহায্য করতে পারছি না তাই আমাদের উচিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মতো বিশ্বস্ত কোনো সংস্থার মাধ্যমে হলেও তাদের সাহায্যে এগিয়ে আসা।তাই সবাই মিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আমরা খুব সহজেই এই দূর্যোগ মোকাবিলা করতে পারবো।
এখানে ক্লিক করার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সংস্থায় আপনার অনুদান পাঠাতে পারবেন ইনশাআল্লাহ।
no images were found
The floodwaters have submerged entire houses, cutting off electricity and mobile networks in most areas.
As of August 24th, the floods have claimed 18 lives and trapped over 1 million families. Feni is the most affected, with about 80% of its population still underwater. These families struggle to access food, clean drinking water, or medical care. The lack of immediate help has caused more deaths, and the water has yet to recede below the danger level.
The Hafezzi Charitable Society has been actively involved in urgent flood relief efforts in response to this dire situation as like previous years. On the morning of August 23rd, a dedicated team of volunteers, including four specialist doctors, reached the flood-hit areas. Over the past three days, they have distributed essential items such as rice, lentils, oil, puffed rice, flattened rice, molasses, sugar, candles, lighters, napkins, and medicines to nearly 5,000 victims. They are also providing basic medical care to those who are ill.
Even after three days of continuous aid distribution, the need for urgent flood relief is far from over. Last night, another truckload of supplies was dispatched from Dhaka to Feni to continue the support. The volunteers are committed to staying in the affected areas to provide further assistance and rebuild homes once the water levels drop.
It is not possible for everyone to physically be there to help, but we can still make a difference. Contributing to a reliable organization like the Hafezzi Charitable Society can ensure your donations directly impact those in need. Together, we can help the flood victims recover and rebuild their lives. If you wish to donate, you can easily do so by clicking here, Insha’Allah.
Conclusion
Urgent flood relief is not just necessary but a call to action for everyone. The people of Feni and surrounding districts need our help more than ever. Let’s join hands with organizations like the Hafezzi Charitable Society to bring hope and support to those affected by this disaster.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...