ঢাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আমাদের টিম উত্তরবঙ্গে কম্বল বিতরণ এর উদ্দেশ্যে সফর করছে আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের তীর্ব শীতে ইতিমধ্যে আমরা কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছি। পরবর্তিতে আমরা উত্তরাঞ্চলের আর কিছু অঞ্চলে সফর করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ।
আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম টানা জানুয়ারী ও ফেব্রুয়ারী মাঝামাঝি পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
|
তীব্র শীতের মধ্যে ঢাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে কুড়িগ্রাম নাগেশ্বরীতে নওমুসলিম ও অসহায় ১০০ পরিবারদের মাঝে এক্সপোর্ট কোয়ালিটির কম্বল বিতরণ করছি আলহামদুলিল্লাহ।
এই সফরে ৫৫০ পরিবারকে আমাদের কম্বল দেবার নিয়তে এসেছি।
গতকাল কুড়িগ্রামের -নাগেশ্বরীর পর দেশের প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাট বারাজান গ্রামের শিয়ালখোয়া তে মুসলমান ও হিন্দু পরিবারের মাঝে দোয়ার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেছি আলহামদুলিল্লাহ।
লালমনিরহাট, তিন বিঘা করিডর, চারিদিকে ভারত মধ্যখানে দহগ্রাম। এই অঞ্চলের মানুষগুলোর দুঃখ-কষ্ট সবসময় আমাদের নজর এড়িয়ে যায়। কিন্তু হাফেজ্জী চ্যারিটেবিল সোসাইটি সবসময় এমন জায়গাগুলোর মানুষদের প্রতি সজাগ। তারই ধারাবাহিকতায় দহগ্রামে কম্বল বিতিরণ করছে তারা। এখানে ২টি স্পটে ২০০ কম্বল বিতরন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ।
আমাদের উত্তরবঙ্গে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ, আপনাদের কাছে অনুরোধ থাকবে সাধ্যমতো আমাদের সাথে শরীক হওয়ার জন্য।
Along with distributing winter clothes in different places of Dhaka, our team is traveling to North Bengal for the purpose of distributing blankets, Alhamdulillah. We have already distributed winter clothes and blankets in different places of Kurigram and Lalmonirhat. Later, we will travel to some other parts of the northern region and leave for Bandarban, InshaAllah.
Our winter clothes distribution program will continue until mid-January and February, InshaAllah.
|
Despite the severe cold, we are distributing export quality blankets among 100 new Muslims and helpless families in Kurigram Nageshwari, 400 kilometers away from Dhaka, Alhamdulillah.
We have come on this trip with the intention of giving our blankets to 550 families.
After Nageshwari in Kurigram, yesterday, I distributed winter clothes among Muslim and Hindu families through prayers in Sialkhowa, Barajan village of Lalmonirhat, a remote area of the country, Alhamdulillah.
Lalmonirhat, three bigha corridor, surrounded by India, is Dohogram. The suffering of the people of this region always escapes our attention. But Hafezzi Charitable Society is always vigilant about the people of such places. In continuation of that, they are distributing blankets in Dohogram. 200 blankets are being distributed at 2 spots here, Alhamdulillah.
Our blanket distribution in North Bengal program will continue, InshaAllah, and we request you to join us as much as you can.
প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279 স্টাফ করেসপন্ডেন্ট জমা দিন হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে। পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল... Published : Wednesday, 27 November, 2024 at 12:00 AM Count : 279 Staff Correspondent Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt. A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul...
প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম... The national service organization ‘Hafezzi Charitable Society of Bangladesh’ (TeamHCSB) has stood by Palestine with an assistance of about 10 million taka. A six-member team of the organization visited Egypt on November 19. The team includes the director of the organization, Nawmuslim Muhammad Raj, executive director, Professor Amirul Islam, vice...
স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। এই প্রথম বাংলাদেশের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করল। সংগঠনটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহযোগী... Voluntary organisation Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) stands by Palestinean people with the support of about taka 1crore. This is the first time that an organization from Bangladesh has officially supported Palestine. A six member’s team of the organization led by its director Naumuslim Muhammad Raj, executive director Prof....
প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ,... Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis. A six-member team of the organization arrived in Egypt on November 19....