ঋতু বৈচিত্র্যের এই দেশে এখন ভরা শীতের মৌসুম। দীর্ঘ রজনীর প্রতিটি প্রহরে অনুভূত হয় শীতের অসহনীয় স্পর্শ, সঙ্কুচিত দেহ, সেই দেহে আবার কাঁপুনি। বাইরে নিঃশব্দ হিমশীতল শৈত্যপ্রবাহ, জীর্ণশীর্ণ বেড়া ভেদ করে ঘরে ঢুকে বাতাস। উপর থেকে চালের ছিদ্র দিয়ে পড়ে গুঁড়ি গুঁড়ি কুয়াশা। পুরো ঘর শীতার্ত। ক্লান্তি ঘোচানোর রাতে, ক্লান্তি ঘোচানোর ঘরে যখন এই দুঃসহ অবস্থা, তাহলে কর্মময় দিবসে খোলা আকাশের নিচে তারা কেমন আছেন ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। যাদের কথা বলছি, তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র মানুষ।
হাফেজ্জী হুজুর চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ প্রতিবছরের মত এবারো শীতবস্ত্র বিতরণ এর উদ্যোগ নিয়েছে। এই শীতে প্রত্যন্ত অঞ্চলের নওমুসলিম ও অসহায়দের মাঝে ২০ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে টিম এইচসিএসবি। এই সংস্থার কর্মীরা শীত উপভোগ করতে সেন্টমার্টিন যান না, সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের গর্জনখেলা দেখার সাধ তারা ভুলে গেছেন। এই শীতে কম্বল নিয়ে তারা চষে বেড়াচ্ছেন উঁচুনিচু পাহাড়ে আর বনবাদাড়ে।
একটি কম্বলের দাম মাত্র ৪০০ টাকা, আপনি এক বা একাধিক কম্বল দিয়ে শরীক হতে পারেন।
আপনি শীত উপভোগ করুন। পাশাপাশি আপনার আশেপাশের দুস্থ নওমুসলিম ও অসহায় ভাই-বোনেদের শীতের কষ্টটা অনন্ত লাঘবের চেষ্টা করুন। ইনশাআল্লাহ বেহেশতের সুখ পাবেন।
তাওফিক অনুযায়ী একজন ইমানদার মুসলমান হিসেব মাজলুমদের পাশে এক বা একাধিক কম্বল দিয়ে দাঁড়াবার সুযোগ আছে।
যেভাবে আপনার আর্থিক সাহায্য আমাদের পাঠাবেন
আমাদের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেকোন পেমেন্ট সিস্টেম থেকে আপনি চাইলে আমাদের বিভিন্ন প্রকল্পতে সহযোগিতা পাঠাতে পারেন, রেফারেন্স কোড- ‘w24’ লিখে পাঠাবেন। এছাড়াও চাইলে আমাদের অফিসে কম্বল কিনে পৌঁছে দিতে পারেন। হতে পারেন নিজ খরচে সফরসঙ্গী।
এছাড়াও আছে:-
বিকাশ, নগদ, রকেট (পার্সোনাল)
০১৭২৭-২১৬১০০
০১৮৩৪-৮৩৭৪১২
০১৪০৬-৯৭০৯০৭
(হোয়াট’স এপ এ যোগাযোগের মাধ্যমে বা অফিসে এসে রিসিপ্ট কপি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ।)
Winter is here, bringing freezing winds and frosty nights. While many enjoy the season wrapped in comfort, countless helpless individuals and new Muslims in remote areas endure the bitter cold without adequate protection. They live in fragile homes that fail to shield them from the piercing cold wind and damp fog. Imagine their plight as they battle the harsh winter under open skies. This is our chance to come together and bring warmth to those in need.
At Hafezzi Huzur Charitable Society of Bangladesh (HCSB), we are committed to spreading warmth and care every winter. This year, our goal is to distribute 20,000 blankets to helpless people and new Muslims in remote and underprivileged areas.
Our team prioritizes compassion over comfort. Instead of enjoying winter’s leisure, we venture into mountains, forests, and rural communities, delivering blankets to those who need them most. Every step we take is driven by the vision of making this winter bearable for those who lack even the basics.
Making a difference is easier than you think. For just 400 taka, you can sponsor a blanket and help shield someone from the biting cold. Your support can bring relief and happiness to those enduring the harsh winter.
We’ve made donating simple and convenient:
Online Payment: Visit our website and use any payment method to contribute. Don’t forget to mention the reference code ‘w24’ for this project.
Mobile Payment Options: Send your support via Bkash, Nagad, or Rocket using the numbers below:
01727-216100
01834-837412
01406-970907
You can also contact us through WhatsApp or visit our office to collect a receipt for your contribution.
Winter is the perfect time to reflect on the blessings we enjoy and share them with others. By supporting helpless individuals and new Muslims, you’re not only spreading warmth, but also earning rewards in this world and the hereafter. Your contribution, no matter how small, can bring immense relief and joy to those who need it most.
Let’s come together and make this winter a season of care and kindness. Join us to support the helpless and new Muslims in winter today!
প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279 স্টাফ করেসপন্ডেন্ট জমা দিন হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে। পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল... Published : Wednesday, 27 November, 2024 at 12:00 AM Count : 279 Staff Correspondent Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt. A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul...
প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম... The national service organization ‘Hafezzi Charitable Society of Bangladesh’ (TeamHCSB) has stood by Palestine with an assistance of about 10 million taka. A six-member team of the organization visited Egypt on November 19. The team includes the director of the organization, Nawmuslim Muhammad Raj, executive director, Professor Amirul Islam, vice...
স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। এই প্রথম বাংলাদেশের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করল। সংগঠনটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহযোগী... Voluntary organisation Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) stands by Palestinean people with the support of about taka 1crore. This is the first time that an organization from Bangladesh has officially supported Palestine. A six member’s team of the organization led by its director Naumuslim Muhammad Raj, executive director Prof....
প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ,... Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis. A six-member team of the organization arrived in Egypt on November 19....