বছর ঘুরে আবারও এসেছে মহা আনন্দের পূণ্যক্ষণ— পবিত্র ঈদুল আজহা। পৃথিবী সেজেছে নতুন সাজে। সবার পরনে নতুন পোশাক। আতর গোলাবের সুবাসে বিমোহিত চারপাশ। সবার মুখে নির্মল নিখুঁত হাসি। উচ্ছ্বসিত শহর নগরের প্রতি ইঞ্চি মাটি। ঈদের নামাজের পর সবাই আনন্দ করে পশু কুরবানী করবেন। আয়োজন করে রক্তে মাখামাখি করবেন। কিন্তু সমাজের নিন্ম শ্রেনীর মানুষদের ইচ্ছা থাকলেও পশু কোরবানী করার সামর্থ্য নেই। তাদের জন্যই মূলত আমাদের এই কোরবানীর গোস্ত বিতরণ প্রজেক্ট।
অপরদিকে প্রত্যন্ত অঞ্চলের পরিবেশ ফ্যাকাশে হয়ে আছে। দরিদ্র মানুষগুলোর মুখ হয়ে আছে করুণ মলিন। তাদের সামর্থ নেই। শত ইচ্ছে থাকা সত্ত্বেও পশু কিনতে পারেননি। কুরবানী দিতে পারবেন না। স্ত্রী সন্তানদের জন্য গোশতের খোঁজে তারা ঘুরবেন সামরথবানদের দ্বারে দ্বারে। মহা আনন্দের দিনে এই দৃশ্যটি বড়ই নির্মম। বড়ই বেদনার। অবহেলিত এলাকাগুলোতে খোঁজে খোঁজে হয়তো কোনো পশু পাওয়া যাবে না। সবার সঙ্গতি যে আল্লাহ সমান দেননি!
প্রতি বছরের ন্যায় এবারো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবং উই আর ওয়ান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, নোয়াখালী সহ প্রায় ছাব্বিশটি জায়গায় আমরা পশু কুরবানী করেছি এবং দরিদ্র পরিবারগুলোর মাঝে গোশত বিতরণ করেছি।
বিভিন্ন প্রত্যন্ত এলাকা, রোহিঙ্গা ক্যাম্প ও চরাঞ্চলে আমরা প্রতি বছর কুরবানী করে গোশত বিতরণ করে থাকি। গত বছর ১৭ টি গরু ও ১৬ টি খাশি জবাই করে মোট ২০০০+ পরিবারের মাঝে বিতরণ করেছি আলহামদুলিল্লাহ।
সবার চাহিদা পূরণ করতে পারিনি ঠিক; তবে নিজেদের সবটুকু সাধ্য ও ব্যয় করে অনেক অসহায়ের মুখেই হাসি ফোটাতে পেরেছি। সবমিলিয়ে নিজেদের ঈদটাকে স্বার্থক মনে হচ্ছে আলহামদুলিল্লাহ।
Eid-ul-Adha, the Festival of Sacrifice, unites communities in joyous celebration. The scent of sacrificial meat fills the air as families, dressed in new attire, come together.
In remote areas, many face financial hardships that hinder their participation in Eid rituals. They rely on the generosity of others to share in the joy of Eid.
Annually, Hafezzi Charitable Society and We Are One Foundation join forces to distribute sacrificial meat in regions like Lalmonirhat, Kurigram, and Noakhali. Last year, over 2000 families received meat, ensuring everyone could partake in Eid celebrations.
The Hafezzi Charitable Society’s Qurbani program ensures all Muslims, regardless of financial means, can celebrate Eid-ul-Adha with dignity. We encourage donations beyond obligatory sacrifices to support underprivileged families.
Contribute by performing Qurbani or donating to this noble cause. Contact us before next Eid-ul-Adha, to participate. Your support will bring joy and blessings to those in need.
National media outlets like Ajker Karnaphuli and Daily Tatho Sangbad recognize our efforts, showcasing our dedication to serving diverse communities.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...