প্রজেক্ট রমজান ও ঈদ HCSB-এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা পবিত্র রমজান মাস ও ঈদ উদযাপনকে সকলের জন্য আনন্দময় করতে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র ও অভাবীদের সাহায্য করি, তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আনন্দ নিয়ে আসার চেষ্টা করি।
রমজান মাসের প্রতিদিন, প্রজেক্ট রমজান ও ঈদ এর মাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) ৩০০ থেকে ১০০০ রোজাদারকে ইফতারের খাবার বিতরণ করে। আমরা দেশের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণের আয়োজন করি, যাতে রোজাদাররা তাদের সিয়াম শেষ করতে পারে একটি পুষ্টিকর খাবার দিয়ে, যা তাদের শারীরিক ও মানসিক স্বস্তি দেয়।
আমাদের এই প্রকল্প, শুধু ব্যক্তিগত ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দরিদ্র ও অভাবী পরিবারগুলোকে ইফতার সামগ্রী প্রদান করি, বিশেষত যারা ধর্মীয় শিক্ষা ও ধর্ম প্রচারের সাথে জড়িত। এই সহায়তা তাদেরকে ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে চিন্তা না করে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে সম্পূর্ণ মনোযোগ দিতে সহায়তা করে।
এই প্রজেক্টের এর আওতায়, ঈদের সময় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদের পোশাক এবং বাজার সামগ্রী বিতরণ করি। আমরা চাই ঈদ উৎসবের আনন্দে কেউই যাতে বঞ্চিত না হয়। এটি তাদের মধ্যে ভাতৃত্তের অনুভূতি জাগিয়ে তোলে এবং আনন্দের মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলে।
এ বছর এই প্রজেক্টের মাধ্যমে আমরা ১৬ হাজার রোজাদারকে ইফতার সরবরাহ করেছি এবং ১৫০০ পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রচেষ্টা প্রতি বছরই বড় পরিসরে পৌঁছাচ্ছে, যা সারা দেশে সিয়াম ও ঈদের চেতনাকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের সাথে উই আর ওয়ান ফাউন্ডেশানও এই প্রজেক্টে যুক্ত হয়েছে। আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাবো।
মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে পবিত্র রমজান মাস এবং ঈদ উদযাপন সবার জন্য সত্যিকারের আনন্দময় হয়। আমাদের এই ছোট্ট উদ্যোগ অনেকের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তাদের জীবনের কিছুটা হলেও দুঃখ-দুর্দশা দূর করে।
Ramadan is a time of giving, and our Project, Ramadan and Eid, focuses on making this holy month memorable for those in need. We have several activities to provide relief and joy to the fasting community.
During Ramadan, Hafezzi Charitable Society of Bangladesh provide Iftar to at least 300 to 1000 fasting people in different places every day. This daily iftar distribution ensures that those fasting have a meal to break their fast with, no matter their circumstances.
Our efforts extend beyond individual iftar meals. We also provide iftar items to poor and needy families, as well as the families of Alem. Supplying these essential items, we help families focus on their spiritual practices without worrying about their next meal.
Eid is a time of celebration, and our Project Ramadan and Eid, ensures that everyone can participate in the festivities. We provide Eid clothes and Eid marketing items to families in remote areas of the country. This initiative brings joy and a sense of inclusion to those who might otherwise miss out on the celebrations.
Through our efforts this year, 16,000 fasting people had Iftar, and 1,500 families received Iftar and Eid materials. Alhamdulillah, this Project, continues to grow, reaching more people yearly and spreading the spirit of Ramadan and Eid across the country.
By focusing on these critical activities, our Project, significantly impacts the lives of many, ensuring that the holy month of Ramadan and the joyous celebration of Eid are memorable for all.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...