প্রজেক্টঃ দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা এর অধীনে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও উই আর ওয়ান ফাউন্ডেশন যৌথভাবে সিলেটের ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
সিলেটের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পরিস্থিতিতে আমাদের প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়। আমরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ও উই আর ওয়ান ফাউন্ডেশন মিলে দ্রুত সিলেটের গোয়াইনঘাট এলাকায় জরুরী ত্রাণ সামগ্রী পৌঁছে দেই। দুর্যোগের সময় খাদ্যসামগ্রী, ওষুধ এবং নগদ অর্থের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।
সারা দেশে কুরবানির গোশত বিতরণের মাঝেই আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া সিলেটের খবর পেয়ে আমরা দ্রুত ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছি। প্রজেক্টঃ দুর্যোগ ও পুনর্বাসন সহায়তার আওতায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিটি ত্রাণ প্যাকেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, শুকনো খাবার এবং ইমারজেন্সি ঔষধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এই সহায়তা প্যাকেজগুলো বানভাসি মানুষের দুর্ভোগ লাঘব করতে সহায়ক হয়েছে।
এই কর্মসূচির অধীনে আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব। দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য আমরা বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করব।
এই প্রজেক্টের মাধ্যমে আমরা সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের চেষ্টা করেছি। প্রজেক্টঃ দুর্যোগ ও পুনর্বাসন সহায়তার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ, যা আমরা আগামীতেও অব্যাহত রাখবো।
Project Disaster and Resettlement Assistance in Bangladesh focuses on providing essential aid during natural disasters. Partnering with the We Are One Foundation, the Hafezzi Charitable Society of Bangladesh delivers critical food and medical supplies to those impacted by cyclones in South Bengal and floods in North Bengal.
In areas like Bagerhat, Satkhira, and Faridpur, we have supplied thousands of families with free food, medical care, and housing. Our dedication to rapid response ensures that those affected by natural calamities receive the support they need without delay.
In 2023, the We Are One Foundation assisted nearly 20,000 families during the severe floods in Sylhet and Sunamganj. Our relief efforts included distributing crucial food items and emergency medical supplies to those in urgent need.
Continuing our mission in 2024, the Hafezzi Charitable Society of Bangladesh and We Are One Foundation provided food to 500 flood-affected individuals in Sylhet during the initial phase of our flood relief campaign. We responded swiftly, supporting the affected communities with comprehensive food, medicine, and cash distribution.
During flash floods in Sylhet, concurrent with the nationwide distribution of sacrificial meat, we swiftly delivered emergency relief materials to Sylhet’s Goainghat. We provided food to 500 people, including members of the minority Hindu community. Each relief package contained essentials such as rice, dal, oil, onions, salt, dry food, and emergency medicine.
Through Project Disaster and Resettlement Assistance, the We Are One Foundation, and the Hafezzi Charitable Society of Bangladesh are committed to providing timely and effective aid to those affected by natural disasters. Our ongoing efforts aim to alleviate the suffering of disaster-hit communities and help them rebuild their lives.
By consistently offering support during crises, Project Disaster and Resettlement Assistance ensures that no one is left behind in the aftermath of natural disasters. Together, we strive to make a meaningful difference in the lives of those in need.
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর... Self-Reliance Project: Under this project, sewing machines and cattle are distributed to the very poor and helpless people of the society to make them self-reliant. Establishment of Maktab Masjid: Under this project, primary educational institutions, Maktabs, Madrasas are established in remote areas of the country where education is deprived in...
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম প্রতি বছরের মতো এবারের রমজানেও কল্যাণমূলক নানা কর্মসূচি সম্পন্ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল, নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালের সাধারণ মানুষ, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সেহেরি ও...
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন। সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর মধ্যে অন্যতম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022। ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকে। দেশ ও মানুষের...