বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ পরিচালিত “প্রজেক্টঃ স্বাবলম্বী করণ” একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এই প্রজেক্টের মাধ্যমে আমরা দরিদ্র মানুষদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সম্পদ সরবরাহ করে তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করি।
গ্রামের মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয় যাতে তারা তাদের নিজস্ব ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারে। সেলাই মেশিন দিয়ে মহিলারা বাড়িতে বসে নিজেদের জন্য আয় করতে পারেন, যা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটায়।
নারীদের স্বাবলম্বী করার জন্য গবাদি পশু প্রদান করা হয়। গরু, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি গবাদি পশু পালনের মাধ্যমে নারীরা দুধ, ডিম ও অন্যান্য পণ্য উৎপাদন করে আয় করতে পারেন। এটি তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সাহায্য করে।
পুরুষদের জন্য অটো রিকশা ও ভ্যান সরবরাহ করা হয়, যা তাদের পরিবহন সেবার মাধ্যমে আয় করার সুযোগ দেয়। এই উদ্যোগটি তাদের জীবিকার একটি নির্ভরযোগ্য মাধ্যম প্রদান করে এবং তাদের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অর্থ সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে, আমরা দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে উৎসাহিত করি। বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে ও জরুরি প্রয়োজন মেটাতে অর্থ সহায়তা দেওয়া হয়।
আমাদের লক্ষ্য হল দেশের প্রতিটি দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা, তাদের জীবনের মান উন্নত করা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠন করা। আমরা বিশ্বাস করি যে, দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করে তাদের জীবনের মান উন্নত করা সম্ভব এবং এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
প্রজেক্টঃ স্বাবলম্বী করণ এর মাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তাদের নিয়ে অনেক লিখালিখি করেছে।
আমাদের এই মহৎ উদ্যোগে যুক্ত হতে এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, স্বেচ্ছাসেবক ও দাতা হিসেবে আপনার সাহায্য কামনা করছি। আপনার সহায়তা আমাদের প্রকল্পকে আরও বিস্তৃত করতে এবং আরও অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে।
হাফেজ্জী চ্যারিট্যাবল সোসাইটি বাংলাদেশ
গভঃ রেজিস্ট্রেশন নং এস-১৩৮৭৯/২২
অফিস ঠিকানাঃ ৫৭/এ, রোড নং ৬ ,
মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা
প্রজেক্টঃ স্বাবলম্বী করণ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার পথে একটি অন্যতম উদাহরণ। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বিশ্বাস করে যে, একসাথে কাজ করে আমরা একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
আসুন, আমরা সবাই মিলে এই প্রকল্পের সফলতার জন্য কাজ করি এবং দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াই।
“Project: Self Reliance,” run by the Hafezzi Charitable Society of Bangladesh, is a significant initiative to make the poor people of rural areas self-reliant. Through this project, we provide them with the tools and resources to sustain a living and improve their quality of life.
Village women are equipped with sewing machines to start their small businesses. This initiative allows them to earn an income from home, enhancing their family’s economic status and contributing to their empowerment.
We provide cattle to women, enabling them to become self-reliant through livestock farming. Raising cows, goats, and poultry can produce milk, eggs, and other products, ensuring food security and a steady income.
We offer auto rickshaws and vans for men, providing opportunities to earn money through transport services. This initiative offers a reliable means of livelihood and significantly improves their quality of life.
By offering financial assistance and other necessary resources, we encourage poor communities to start various business ventures and meet urgent needs, fostering a culture of self-reliance.
Our project plays a vital role in improving the socio-economic conditions of people in rural areas:
Poverty Alleviation: Creating livelihood opportunities helps in reducing poverty.
Empowering Women: By empowering women, we strengthen their position in the family and society.
Economic Development: Local production and services boost the economic cycle, contributing to the area’s overall development.
Our mission is to make every poor person in the country self-reliant, improve their quality of life, and build a prosperous and self-sufficient Bangladesh. Assisting people experiencing poverty can enhance their living standards and drive the country forward.
Through the Self Reliance Project, the Hafezzi Charitable Society of Bangladesh is working tirelessly to positively change the lives of low-income people. Various news media have recognized and highlighted our efforts, showcasing the project’s success and impact.
We invite you to volunteer and donate to this noble cause. Your support will help us expand our project, making a difference in the lives of many more people. Together, we can build a brighter future for people with low incomes in Bangladesh.
Hafezzi Charitable Society Bangladesh
Govt. Registration No. S-13879/22
Office Address:
57/A, Road No. 6,
Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka
Project Self Reliance exemplifies the journey of the poor towards self-sufficiency. At Hafezzi Charitable Society, working together can build a prosperous and self-reliant Bangladesh.
Let us all unite for this project’s success and support the country’s poor people.
প্রকাশিত: বুধবার, 27 নভেম্বর, 2024 12:00 AM গণনা: 279 স্টাফ করেসপন্ডেন্ট জমা দিন হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) মিশরে শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে। পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল... Published : Wednesday, 27 November, 2024 at 12:00 AM Count : 279 Staff Correspondent Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) provided about Tk one crore to Palestinian people living in refugee camps in Egypt. A six- member HCSB team led by director Naumuslim Muhammad Raj, executive director Prof Amirul...
প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম... The national service organization ‘Hafezzi Charitable Society of Bangladesh’ (TeamHCSB) has stood by Palestine with an assistance of about 10 million taka. A six-member team of the organization visited Egypt on November 19. The team includes the director of the organization, Nawmuslim Muhammad Raj, executive director, Professor Amirul Islam, vice...
স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। এই প্রথম বাংলাদেশের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করল। সংগঠনটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি তাওহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহযোগী... Voluntary organisation Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) stands by Palestinean people with the support of about taka 1crore. This is the first time that an organization from Bangladesh has officially supported Palestine. A six member’s team of the organization led by its director Naumuslim Muhammad Raj, executive director Prof....
প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ,... Hafezzi Charitable Society of Bangladesh, a Bangladeshi clerics’ service organization, has stood by the Palestinians with an aid of about one crore taka. This aid is being delivered to Palestinian refugee camps in Egypt, Gaza and Khan Younis. A six-member team of the organization arrived in Egypt on November 19....